বিনোদন ডেস্ক : সামরিক কর্মকর্তা থেকে সাংবাদিকতা। তবে দ্যুতি ছড়িয়েছেন অভিনয়ে। এর বাইরে গানও গেয়েছেন। তবে অভিনয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হুট করে অভিনয় থেকে সরে গেছেন হাসান মাসুদ। হুট করেই কেন অভিনয় ছেড়েছেন, জানিয়েছেন খোলসা করে।
হাসান মাসুদ বলেন, অনেকটা সময় ধরেই তো কাজ করেছি। প্রতিদিন সকাল-সন্ধ্যা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম খুব। আর কত? অভিনয় যে আর করবো না, তা কিন্তু না। ভালো চিত্রনাট্য পেলে আবারও অভিনয়ে নিয়মিত হতে চাই।
তিনি বলেন, বলতে গেলে অনেকটা অভিমান করেই সরে এসেছি। সে অনেক কথা! সবকিছু বলতে চাই না। যখন দেখলাম আগের মত কাজ করে আরাম পাচ্ছি না তখনই নিজ থেকে সরে আসি। আর কাজ করার পেছনে অভিমানের পাল্লাটা বেশ ভারী। তবে কলকাতার একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছি।
উল্লেখ্য, এক সময়ের তুমুল ব্যস্ত এ অভিনয়শিল্পীকে ২০১৬ সালের পর থেকে আর কোনো নাটক-চলচ্চিত্রে দেখা যায়নি। ব্যাচেলর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় হাসান মাসুদের। ‘ব্যাচেলর’ ছাড়াও অভিনয় করেন মোস্তফা সরফার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে। মাঝে বেশকিছু নাটক-চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সাড়া দেননি।
বিজনস আওয়ার/০২ জুলাই, ২০২০/এ