বিনোদন ডেস্ক : ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে অভিনয় করে নিজেকে হালের জনপ্রিয় অনভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জিয়াউল হক পলাশ। তবে পলাশের আরও একটি গুণ রয়েছে। সেটা হলো নির্মাণ।
পলাশের নির্মাণে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও এবং একাধিক নাটক প্রচার হয়েছে। সেগুলোতে নিজের দক্ষতাও ফুটিয়ে তুলেছেন তিনি।
এবার পলাশ হাজির হলেন নতুন নাটক নিয়ে। নাম ‘রিভেঞ্জ’। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নাটকটি উন্মুক্ত করা হয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
ইতোমধ্যে নাটকটি দেখেছেন প্রায় ৯ লাখ দর্শক। এতে লাইক পড়েছে প্রায় ৫০ হাজার। এছাড়া হাজার হাজার মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যেখানে দর্শকরা প্রশংসায় ভাসিয়েছেন পুরো টিমকে।
‘রিভেঞ্জ’ নাটকের কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ ও সৈয়দ জামান শাওন। এছাড়াও আছেন ইশরাত জাহিন আহমেদ, তৌহিদ তালুকদার, নাসিম রেজা শোভন, রকি খান প্রমুখ।
নাটকটি দেখার পর দর্শকরা মুগ্ধ হয়ে কেউ বলছেন, ‘শেষটা এমন হবে ভাবতেও পারিনি’, কেউ মন্তব্য করেছেন, ‘সত্যি নাটকটা অসাধারণ’, কারো মন্তব্য- ‘রিভেঞ্জের খেলা আসলেই অদ্ভুত। প্রতিশোধ খুবই ভয়ানক জিনিস’।
উল্লেখ্য, এর আগে ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ ‘সারপ্রাইজ’ ‘ঘরে ফেরা’ ও ‘একটুখানি’ নামে চারটি নাটক পরিচালনা করেছেন জিয়াউল হক পলাশ।
বিজনেস আওয়ার/১৮ সেপ্টেম্বর, ২০২১/এ