ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশে প্রভাব পড়েনি

  • পোস্ট হয়েছে : ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩০ ডলারের ওপরে কমেছে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে ৭০ ডলারের ওপর। বিশ্ববাজারে স্বর্ণের দামে এমন পতন হলেও গত দুই সপ্তাহের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। দরপতনের ধারা অব্যাহত থাকলে আগামী সোমবার দেশের বাজারে স্বর্ণের দামে কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

এ প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, গত দুই সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার চিত্র আমরা দেখেছি। এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আগামী সোমবার বিশ্ববাজারের চিত্র দেখবো। যদি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার এ ধারা অব্যাহত থাকে তাহলে আমরাও দাম কমানোর সিদ্ধান্ত নেবো।

তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা যাচ্ছে। মাঝে কিছুটা দাম কমলেও এপ্রিল ও মে মাসজুড়ে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকে। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় মে মাসে দেশের বাজারে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস। জুনের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম কমানো হয়।

কিন্তু আগস্টের মাঝামাঝি বিশ্ববাজারে স্বর্ণের দামে বেশ অস্থিরতা দেখা দেয়। কয়েক দফা উত্থান-পতনের মাধ্যমে এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম একশ ডলারের মতো বেড়ে যায়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানো হয়। সর্বশেষ গত ২২ আগস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। এতে সবচেয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারিত হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫১ হাজার ২৬৩ টাকা নির্ধারিত হয়। এ দামেই বর্তমানে বাংলাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশে প্রভাব পড়েনি

পোস্ট হয়েছে : ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩০ ডলারের ওপরে কমেছে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে ৭০ ডলারের ওপর। বিশ্ববাজারে স্বর্ণের দামে এমন পতন হলেও গত দুই সপ্তাহের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। দরপতনের ধারা অব্যাহত থাকলে আগামী সোমবার দেশের বাজারে স্বর্ণের দামে কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

এ প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, গত দুই সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার চিত্র আমরা দেখেছি। এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আগামী সোমবার বিশ্ববাজারের চিত্র দেখবো। যদি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার এ ধারা অব্যাহত থাকে তাহলে আমরাও দাম কমানোর সিদ্ধান্ত নেবো।

তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা যাচ্ছে। মাঝে কিছুটা দাম কমলেও এপ্রিল ও মে মাসজুড়ে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকে। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় মে মাসে দেশের বাজারে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস। জুনের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম কমানো হয়।

কিন্তু আগস্টের মাঝামাঝি বিশ্ববাজারে স্বর্ণের দামে বেশ অস্থিরতা দেখা দেয়। কয়েক দফা উত্থান-পতনের মাধ্যমে এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম একশ ডলারের মতো বেড়ে যায়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানো হয়। সর্বশেষ গত ২২ আগস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। এতে সবচেয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারিত হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫১ হাজার ২৬৩ টাকা নির্ধারিত হয়। এ দামেই বর্তমানে বাংলাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: