স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর গুঞ্জন ছিল আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বটাও ছাড়তে পারেন ভিরাট কোহলি। অবশেষে সে গুঞ্জন সত্যি হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি।
এক ভিডিওবার্তায় কোহলি জানান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরিবার ও অসাধারণ সমর্থকদের উদ্দেশে আজ আমি একটা ঘোষণা দিতে চাই। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, অধিনায়ক হিসেবে বেঙ্গালুরুতে এটাই আমার শেষ মৌসুম। দল ও পরিচালনা কমিটির সঙ্গে আমার কথা হয়েছে।
কোহলি বলেন, বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা ভাবছিলাম আমি। কিছুদিন আগেই জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছি, যেন অনেক বছর ধরে আমার ওপরে চেপে থাকা দায়িত্বের চাপটা কিছুটা কমে।
কোহলির ভাষ্য, যে দায়িত্ব আমার উপরে রয়েছে তা আরও ভাল ভাবে পালন করতে চাই। নিজেকে চনমনে রাখতে, মানসিক ভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর বেঙ্গালুরুতে সবকিছুই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। বড় নিলাম হতে চলেছে।
তবে অধিনায়কত্ব ছাড়লেও বেঙ্গালুরুকে ছাড়ছেন না তিনি। তার আভাসই মিলল পরের কথায়, ‘আমি ম্যানেজমেন্টকে এটাও জানিয়েছি যে, বেঙ্গালুরু ছাড়া অন্য কোনও দলে নিজেকে দেখার কথা ভাবতেও পারি না। প্রথম দিন থেকেই সেটা আমার দায়বদ্ধতা।
তিনি আরও ম্বলেন, আইপিএল-এর শেষ পর্যন্ত এই দলের ক্রিকেটার হিসেবেই নিজেকে দেখতে চাই। ৯ বছরের একটা দারুণ যাত্রা শেষ হল। সুখ-দুঃখ দুটোই দেখতে পেয়েছি সামনে থেকে। আমাকে সমর্থন করার জন্য এবং আমার উপরে আস্থা রাখার জন্য হৃদয়ের গভীর থেকে দলের সবাইকে ধন্যবাদ।’
বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২১/এ