ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • 77

স্পোর্টস ডেস্ক : অবশেষে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড নারী ও পুরুষ দুই দলেরই। আপাতত কেউই যাচ্ছে না পাকিস্তানে।

সোমবার এক বিবৃতিতে ইসিবি লিখেছে, মানসিক ও শারিরীকভাবে আমাদের খেলোয়াড়দের সুস্থ থাকা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। আর এই সময়টা বেঁচে থাকার জন্য আরও কঠিন। আমরা জানি যে এই অঞ্চলে ভ্রমণের বিষয়ে উদ্বেগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে এখানে যাওয়া একটি খেলোয়াড়ি দলের ওপর আরও চাপ যোগ করবে। যা

তবে আগামী বছর পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশাবাদী ইসিবি, ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২২ সালে পুরুষ দলের পাকিস্তানের সফরের ব্যাপারে ইসিবি প্রতিজ্ঞাবদ্ধ। এই বছরের শুরুতে আমরা পাকিস্তানের মাটিতে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে রাজি হয়েছিলাম। পুরুষ দলের সঙ্গে নারী দলকেও সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।

এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে, এটা আমরা বুঝতে পারছি। তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা তাদের কাছে দুঃখিত।

উল্লেখ্য, আগামী ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তানের মাটিতে দুইটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের। একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল তাদের নারী দলের। দুই দলের সবগুলো ম্যাচই হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে।

বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক : অবশেষে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড নারী ও পুরুষ দুই দলেরই। আপাতত কেউই যাচ্ছে না পাকিস্তানে।

সোমবার এক বিবৃতিতে ইসিবি লিখেছে, মানসিক ও শারিরীকভাবে আমাদের খেলোয়াড়দের সুস্থ থাকা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। আর এই সময়টা বেঁচে থাকার জন্য আরও কঠিন। আমরা জানি যে এই অঞ্চলে ভ্রমণের বিষয়ে উদ্বেগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে এখানে যাওয়া একটি খেলোয়াড়ি দলের ওপর আরও চাপ যোগ করবে। যা

তবে আগামী বছর পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশাবাদী ইসিবি, ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২২ সালে পুরুষ দলের পাকিস্তানের সফরের ব্যাপারে ইসিবি প্রতিজ্ঞাবদ্ধ। এই বছরের শুরুতে আমরা পাকিস্তানের মাটিতে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে রাজি হয়েছিলাম। পুরুষ দলের সঙ্গে নারী দলকেও সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।

এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে, এটা আমরা বুঝতে পারছি। তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা তাদের কাছে দুঃখিত।

উল্লেখ্য, আগামী ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তানের মাটিতে দুইটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের। একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল তাদের নারী দলের। দুই দলের সবগুলো ম্যাচই হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে।

বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: