ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে রক্ষা পেলো বার্সা

  • পোস্ট হয়েছে : ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • 35

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গ্রানাডার বিপক্ষে সহজ জয় পাবে কাতালান ক্লাবটি- এমনটাই ছিলো অনুমেয়। কিন্তু হলো এর উল্টোটাই। আরও একবার ন্যু ক্যাম্পে হতাশ করলো বার্সেলোনা। সহজ জয়ের প্রত্যাশায় খেলতে নেমে মিললো কষ্টার্জিত ড্র; তাও কি না শেষ সময়ের গোলে।

বার্সার মাঠে খেলতে এসে ম্যাচের ২ মিনিটের সময় প্রথম গোলটি করেছিলো গ্রানাডা। ম্যাচের ৯০ মিনিটে সেটি শোধ করে ১ পয়েন্ট পেয়েছে কাতালানরা। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিলো বার্সেলোনারই। কিন্তু বারবার পুড়তে হয়েছে গোল মিসের হতাশায়। যে কারণে মেলেনি কাঙ্ক্ষিত জয়।

ম্যাচের ২ মিনিটেই ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেয় গ্রানাডা। তাদের নেয়া কর্নার কিক ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি বার্সার রক্ষণ। পরে বাঁ দিক থেকে সতীর্থের ক্রস ফাঁকা জায়গায় পেয়ে সহজেই দলকে এগিয়ে দেন ডমিঙ্গোজ দুয়ার্তে। এই এক গোলই তাদের জয়ের জন্য যথেষ্ঠ মনে হচ্ছিলো।

পুরো প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ৮৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে টেবিলের ১৭ নম্বর দলটি। কিন্তু শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গোল হজম করে বসে তারা। তরুণ গাভির ক্রসে লাফিয়ে ওঠা হেডে ম্যাচে সমতা ফেরান উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। যাতে নিশ্চিত হয় বার্সেলোনার ১টি পয়েন্ট।

বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেষ মুহূর্তের গোলে রক্ষা পেলো বার্সা

পোস্ট হয়েছে : ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গ্রানাডার বিপক্ষে সহজ জয় পাবে কাতালান ক্লাবটি- এমনটাই ছিলো অনুমেয়। কিন্তু হলো এর উল্টোটাই। আরও একবার ন্যু ক্যাম্পে হতাশ করলো বার্সেলোনা। সহজ জয়ের প্রত্যাশায় খেলতে নেমে মিললো কষ্টার্জিত ড্র; তাও কি না শেষ সময়ের গোলে।

বার্সার মাঠে খেলতে এসে ম্যাচের ২ মিনিটের সময় প্রথম গোলটি করেছিলো গ্রানাডা। ম্যাচের ৯০ মিনিটে সেটি শোধ করে ১ পয়েন্ট পেয়েছে কাতালানরা। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিলো বার্সেলোনারই। কিন্তু বারবার পুড়তে হয়েছে গোল মিসের হতাশায়। যে কারণে মেলেনি কাঙ্ক্ষিত জয়।

ম্যাচের ২ মিনিটেই ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেয় গ্রানাডা। তাদের নেয়া কর্নার কিক ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি বার্সার রক্ষণ। পরে বাঁ দিক থেকে সতীর্থের ক্রস ফাঁকা জায়গায় পেয়ে সহজেই দলকে এগিয়ে দেন ডমিঙ্গোজ দুয়ার্তে। এই এক গোলই তাদের জয়ের জন্য যথেষ্ঠ মনে হচ্ছিলো।

পুরো প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ৮৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে টেবিলের ১৭ নম্বর দলটি। কিন্তু শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গোল হজম করে বসে তারা। তরুণ গাভির ক্রসে লাফিয়ে ওঠা হেডে ম্যাচে সমতা ফেরান উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। যাতে নিশ্চিত হয় বার্সেলোনার ১টি পয়েন্ট।

বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: