বিজনেস আওয়ার প্রতিবেদক : এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে হিমালয়কন্যার দেশ নেপালে গেলেন তামিম ইকবাল। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দেশ ছাড়েন তিনি।
এই টুর্নামেন্টে তামিম খেলবে ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। আগামীকাল শনিবার থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর পোখারা রাইনোসের বিপক্ষে তামিমদের দল প্রথম ম্যাচ খেলবে। ছয় দলের লিগ পর্ব শেষে সেরা চারটি দল খেলবে কোয়ালিফায়ার পর্বে।
শ্রীলঙ্কার ক্রিকেটার উপুল থারাঙ্গা ও ধাম্মিকা প্রসাদকে সতীর্থ হিসেবে পাচ্ছেন তামিম। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়ার পর দেশে ফিরে আসেন বাঁহাতি ওপেনার। হাঁটুর চোট নিয়েই সিরিজ জয়ে অবদান রাখেন শেষ ম্যাচে সেঞ্চুরিতে। পরে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন টি-টোয়েন্টি সিরিজে, তখন পুনর্বাসনে কাটান তামিম।
বিজনেস আওয়ার/২৪ সেপ্টেম্বর, ২০২১/কমা