ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থানকে সাত উইকেটে হারাল হায়দারাবাদ

  • পোস্ট হয়েছে : ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক : সানরাইজার্স হায়দারাবাদ তলানির শীর্ষে থেকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দ্বিতীয় জয় পেল। সোমবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা সাত উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।

রাজস্থান রয়্যালস ১৬৫ রানের লক্ষ্যকে তারা করতে নেমে রয় ৪২ বলে ৮টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন। আর উইলিয়ামসন ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে চতুর্থ উইকেটে ৫৪ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। তিনি ১৬ বলে ১ চার ও সমান সংখ্যক ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন।

হায়দরাবাদের যে ৩টি উইকেটের পতন ঘটেছে ৩.৩ ওভারে ২৬ রান দিয়ে তার ১টি নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাকি দুটি নিয়েছেন মহিপাল লোমরর ও চেতন সাকারিয়া।

এর আগে দিল্লির ১৬৪ রানের ইনিংসে তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক সঞ্জু স্যামসন সর্বোচ্চ ৮২ রান করেন। তার এই ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কার মার ছিল। ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন যশস্বী জয়সাল। আর ২৮ বলে অপরাজিত ২৯ রান করেন মহিপাল লোমরর। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুতে পারেননি।

হায়দরাবাদের সিদ্ধার্থ কউল ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার ও রশিদ খান।

ম্যাচসেরা নির্বাচিত হন জ্যাসন রয়।

বিজনেস আওয়ার/২৮ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজস্থানকে সাত উইকেটে হারাল হায়দারাবাদ

পোস্ট হয়েছে : ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : সানরাইজার্স হায়দারাবাদ তলানির শীর্ষে থেকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দ্বিতীয় জয় পেল। সোমবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা সাত উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।

রাজস্থান রয়্যালস ১৬৫ রানের লক্ষ্যকে তারা করতে নেমে রয় ৪২ বলে ৮টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন। আর উইলিয়ামসন ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে চতুর্থ উইকেটে ৫৪ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। তিনি ১৬ বলে ১ চার ও সমান সংখ্যক ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন।

হায়দরাবাদের যে ৩টি উইকেটের পতন ঘটেছে ৩.৩ ওভারে ২৬ রান দিয়ে তার ১টি নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাকি দুটি নিয়েছেন মহিপাল লোমরর ও চেতন সাকারিয়া।

এর আগে দিল্লির ১৬৪ রানের ইনিংসে তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক সঞ্জু স্যামসন সর্বোচ্চ ৮২ রান করেন। তার এই ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কার মার ছিল। ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন যশস্বী জয়সাল। আর ২৮ বলে অপরাজিত ২৯ রান করেন মহিপাল লোমরর। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুতে পারেননি।

হায়দরাবাদের সিদ্ধার্থ কউল ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার ও রশিদ খান।

ম্যাচসেরা নির্বাচিত হন জ্যাসন রয়।

বিজনেস আওয়ার/২৮ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: