ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেরিফের কাছে নাজেহাল মাদ্রিদ

  • পোস্ট হয়েছে : ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : এক বা দুই বার নয় ১৩ বারের ইউরোপ সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে শেষ মুহুর্তের গোলে নাজেহাল করেছে অচেনা অখ্যাত শেরিফ তিরাসপোল।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ডি’র দ্বিতীয় ম্যাচে শেরিফের কাছে রিয়াল হারে ২-১ গোলে। ১-১ গোলে সমীকরণে থাকা ম্যাচটি যখন ড্রয়ের পথে তখনই চমকে দেন শেরিফের সেবাস্তিয়েন থিল। ৮৯ মিনিটে লস ব্লাংকোসদের হতভম্ব করে বল জালে জড়িয়ে থিল সৃষ্টি করেন ইতিহাস।

বার্নাব্যুতে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল শেরিফ। ম্যাচের ২৫ মিনিটে জাসুর্বেক ইয়াকশিবোয়েবের গোলে এগিয়ে যায় প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে আসা দলটি। তখনো হয়তো কেউ ভাবেনি হারই লেখা আছে রিয়ালের চিত্রনাট্যে। প্রথমার্ধে শেষে পিছিয়ে থাকা রিয়াল গোলে সমতা আনে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের সময়। বেনজেমার পেনাল্টি থেকে স্বাগতিক শিবিরে ফিরে স্বস্তি।

কিন্তু ম্যাচ যখন শেষের দিকে তখন থিল যেন রিয়ালের যমদূত হয়ে আসেন। চমকে দিয়ে গোল করে রিয়ালকে ডোবান পরাজয়ের লজ্জায়। অথচ এই ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেছে রিয়াল, বল দখলেও ছিল একচেটিয়া রাজত্ব।

বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেরিফের কাছে নাজেহাল মাদ্রিদ

পোস্ট হয়েছে : ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : এক বা দুই বার নয় ১৩ বারের ইউরোপ সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে শেষ মুহুর্তের গোলে নাজেহাল করেছে অচেনা অখ্যাত শেরিফ তিরাসপোল।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ডি’র দ্বিতীয় ম্যাচে শেরিফের কাছে রিয়াল হারে ২-১ গোলে। ১-১ গোলে সমীকরণে থাকা ম্যাচটি যখন ড্রয়ের পথে তখনই চমকে দেন শেরিফের সেবাস্তিয়েন থিল। ৮৯ মিনিটে লস ব্লাংকোসদের হতভম্ব করে বল জালে জড়িয়ে থিল সৃষ্টি করেন ইতিহাস।

বার্নাব্যুতে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল শেরিফ। ম্যাচের ২৫ মিনিটে জাসুর্বেক ইয়াকশিবোয়েবের গোলে এগিয়ে যায় প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে আসা দলটি। তখনো হয়তো কেউ ভাবেনি হারই লেখা আছে রিয়ালের চিত্রনাট্যে। প্রথমার্ধে শেষে পিছিয়ে থাকা রিয়াল গোলে সমতা আনে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের সময়। বেনজেমার পেনাল্টি থেকে স্বাগতিক শিবিরে ফিরে স্বস্তি।

কিন্তু ম্যাচ যখন শেষের দিকে তখন থিল যেন রিয়ালের যমদূত হয়ে আসেন। চমকে দিয়ে গোল করে রিয়ালকে ডোবান পরাজয়ের লজ্জায়। অথচ এই ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেছে রিয়াল, বল দখলেও ছিল একচেটিয়া রাজত্ব।

বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: