বিজনেস আওয়ার প্রতিবেদক : নিবন্ধন পেল দেশের জনপ্রিয় বিজনেস অনলাইন নিউজ পোর্টাল বিজনেসআওয়ার২৪.কম (Businesshour24.com)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এক আদেশে এই নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ারের পাশাপাশি একইদিনে আরও ৮৪টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নিবন্ধিত সবগুলো নিউজ পোর্টালের মধ্যে ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন এবং ২৩টি অনলাইন নিউজ পোর্টাল।
আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে এই অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।
এক প্রতিক্রিয়ায় বিজনেস আওয়ারের সম্পাদক আমিরুল ইসলাম বলেন, নিবন্ধন পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। যা আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করি।
তিনি বলেন, বিজনেস আওয়ার প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের ব্যবসা-বাণিজ্যের সংবাদ গুরুত্বসহ প্রকাশ করে আসছে। এরইমধ্যে বিজনেস আওয়ারের তৈরী হয়েছে অসংখ্য পাঠক ও শুভানুধ্যায়ী। যা সম্ভব হয়েছে বিশেষ কিছু বিশ্লেষণধর্মী ও সবার আগে সংবাদ প্রকাশের সক্ষমতার মাধ্যমে।
নিবন্ধন পাওয়া অনলাইন নিউজ পোর্টালের তালিকা-

বিজনেস আওয়ার/০১ অক্টোবর, ২০২১/আরএ