বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (৪ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে রবিবার (৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইভ্যালি, ই অরেঞ্জের প্রতারণার পর অফিস বন্ধের এক নোটিশে নিজেদের অফিস বন্ধ ঘোষণা করে কিউকম। পণ্য দেওয়ার নামে গ্রাহকের কোটি কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। কিউকমের সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ সূত্রে জানা যায়, রিপন মিয়ার সঙ্গে ইভ্যালির রাসেলের যোগসাজশ রয়েছে। রাসেলের সঙ্গে সম্পর্কের সূত্র ধরেই তিনি প্রতিষ্ঠা করেন কিউকম। ধামাকা অফার দিয়ে তিনিও শুরু করেন তার ই-কমার্স প্রতিষ্ঠান।
বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২১/কমা