বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মিরপুর ও পল্লবী থেকে নিখোঁজ হওয়া চার তরুণীকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল। সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চার জন হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া, মেরিনা।
মঙ্গলবার (৫ অক্টোবর) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
মাহাতাব উদ্দিন বলেন, সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে দুজন গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুজন ২ অক্টোবর নিখোঁজ হন। দুজন জনতা হাউসিং সোসাইটি এবং বাকি দুজন আনসার ক্যাম্প সংলগ্ন বাসা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।
বিজনেস আওয়ার/০৫ অক্টোবর, ২০২১/কমা