ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল বিসিবি নির্বাচন, প্রস্তুত মিরপুর

  • পোস্ট হয়েছে : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • 39

স্পোর্টস ডেস্ক- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন আগামীকাল বুধবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। দুই বছর পর দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থার পরিচালনা পরিষদের নির্বাচন। শুরুতে নিরুত্তাপ নির্বাচনের ইঙ্গিত থাকলেও ধীরে ধীরে তা জমে উঠেছে। এবার তিন ক্যাটাগরিতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সব মিলিয়ে ২৩ পদে লড়বেন ৩১ জন। যদিও সাত পরিচালক এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরিতেই জমজমাট, হাড্ডাহাড্ডি নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ১২ পরিচালক নির্বাচিত হন ক্লাব ক্যাটাগরি থেকে, যে পদের জন্য এবার লড়বেন ১৬ কাউন্সিলর।

বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। এদের ২৩ জন আসবেন তিনটি ক্যাটাগরি থেকে। বাকি দুইজন বোর্ডে আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আবারও বোর্ডের পরিচালক হচ্ছেন।

২৩ পরিচালকের সাত জন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলোর (বরিশাল বিভাগ) কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই লড়াইটা হতে যাচ্ছে ১৬ পরিচালক পদে।

মিরপুরে বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। করোনার কারণে অনেক কাউন্সিলরই সরাসরি ভোট দিতে আগ্রহী হচ্ছেন না। সব মিলিয়ে ৬৬ জন পোস্টাল ব্যালট এবং ৮ জন ই-ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন। তাদের মধ্যে নির্বাচন কমিশন ৫৭ কাউন্সিলরকে সেই সুযোগটা দিয়েছে। ভোট গণনা শেষে রাতেই প্রাথমিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। পরদিন চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

বিজনেস আওয়ার/০৫ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগামীকাল বিসিবি নির্বাচন, প্রস্তুত মিরপুর

পোস্ট হয়েছে : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

স্পোর্টস ডেস্ক- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন আগামীকাল বুধবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। দুই বছর পর দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থার পরিচালনা পরিষদের নির্বাচন। শুরুতে নিরুত্তাপ নির্বাচনের ইঙ্গিত থাকলেও ধীরে ধীরে তা জমে উঠেছে। এবার তিন ক্যাটাগরিতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সব মিলিয়ে ২৩ পদে লড়বেন ৩১ জন। যদিও সাত পরিচালক এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরিতেই জমজমাট, হাড্ডাহাড্ডি নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ১২ পরিচালক নির্বাচিত হন ক্লাব ক্যাটাগরি থেকে, যে পদের জন্য এবার লড়বেন ১৬ কাউন্সিলর।

বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। এদের ২৩ জন আসবেন তিনটি ক্যাটাগরি থেকে। বাকি দুইজন বোর্ডে আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আবারও বোর্ডের পরিচালক হচ্ছেন।

২৩ পরিচালকের সাত জন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলোর (বরিশাল বিভাগ) কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই লড়াইটা হতে যাচ্ছে ১৬ পরিচালক পদে।

মিরপুরে বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। করোনার কারণে অনেক কাউন্সিলরই সরাসরি ভোট দিতে আগ্রহী হচ্ছেন না। সব মিলিয়ে ৬৬ জন পোস্টাল ব্যালট এবং ৮ জন ই-ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন। তাদের মধ্যে নির্বাচন কমিশন ৫৭ কাউন্সিলরকে সেই সুযোগটা দিয়েছে। ভোট গণনা শেষে রাতেই প্রাথমিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। পরদিন চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

বিজনেস আওয়ার/০৫ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: