বিজনেস আওয়ার প্রতিবেদক : রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরও ৩ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর করা তিন আসামি হলো: আসামি জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মো. ইলিয়াস।
এ ঘটনায় গত রোববার (৩ অক্টোবর) এ ঘটনার ২ আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম (৩৩) ও শওকত উল্লাহকে (২৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ পর্যন্ত মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এপিবিএন চারজন এবং উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।
বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২১/কমা