ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষিপণ্যের বাণিজ্য উন্নয়নে ২৩৫ কোটি টাকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • পোস্ট হয়েছে : ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • 57

বিজনেস আওয়ার প্রতিবেদক- কৃষিপণ্যের আমদানি–রপ্তানি প্রক্রিয়ার উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং এ খাতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জন্য পাঁচ বছর মেয়াদি ‘বাংলাদেশ বাণিজ্য সহায়তা প্রকল্প’ নামক একটি প্রকল্প নিয়ে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা (ইউএসডিএ)।

প্রকল্পের ব্যয় ২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৬ টাকা দরে তা দাঁড়ায় ২৩৫ কোটি ৬৪ লাখ টাকা। ২০২০ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হলো ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭–এর নির্বাহী পরিচালক জন এলেনবার্গার এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কৃষিপণ্যের বাণিজ্য উন্নয়নে ২৩৫ কোটি টাকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পোস্ট হয়েছে : ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক- কৃষিপণ্যের আমদানি–রপ্তানি প্রক্রিয়ার উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং এ খাতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জন্য পাঁচ বছর মেয়াদি ‘বাংলাদেশ বাণিজ্য সহায়তা প্রকল্প’ নামক একটি প্রকল্প নিয়ে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা (ইউএসডিএ)।

প্রকল্পের ব্যয় ২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৬ টাকা দরে তা দাঁড়ায় ২৩৫ কোটি ৬৪ লাখ টাকা। ২০২০ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হলো ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭–এর নির্বাহী পরিচালক জন এলেনবার্গার এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: