স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের বুন্দেসলিগার শিরোপা আগেই নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। রেকর্ড ৩০তম লিগ শিরোপার পর জার্মান কাপও জিতল বাভারিয়ানরা। লেভারকুজেনকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখলো বায়ার্ন। ট্রফির সঙ্গে টানা ২৬ ম্যাচে অজেয় থাকার রেকর্ড গড়ল দলটি।
শোনিবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে ম্যাচের ১৬তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ডেভিড আলাভা। আর ম্যাচের ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্গে নাব্রি। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় জার্মান জায়ান্টরা।
বিরতি থেকে ফিরে ৫৯তম মিনিটে বায়ার্নকে তৃতীয় গোল এনে দেন রবার্ট লেভানডভস্কি। পরে নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন এই পোলিশ স্ট্রাইকার।
লেভারকুজেন অবশ্য ম্যাচে ফিরতে চেষ্টার কমতি রাখেনি। ৬৩তম মিনিটে বেন্দারের গোল ব্যবধানটা ৩-১ করেছিল তারা। নির্ধারিত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল শোধ দিয়েছিলেন কাই হাভার্জৎ। কিন্তু তাতেও লাভ হয়নি। ৪-২ গোলে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২০/এ