ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বড় ব্যবধানে অ্যান্ডোরাকে হারাল ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • 44

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘আই’ গ্রুপের ম্যাচে শনিবার রাতে অ্যান্ডোরাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ইংলিশরা। এই জয়ে ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ইংল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আলবেনিয়া। ১৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আছে তৃতীয় স্থানে।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অ্যান্ডোরার বিপক্ষে গ্যারেথ সাউথগেট অধিনায়ক হ্যারি কেনকে নামাননি। কিন্তু হ্যারি না নামলেও তার সতীর্থরা দারুণ খেলেছে।

এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন বেন চিলওয়েল ও জ্যাক গ্রিলিশ। চিলওয়েল ম্যাচের ১৭ মিনিটে গোল করে গোল উৎসবের সূচনা করেন। আর গ্রেলিশ ৮৬ মিনিটে গোল করে সেটার সমাপ্তি টানেন। মাঝে গোল করেন বুকায়ো সাকা (৪০ মি.), ট্যামি আব্রাহাম (৫৯ মি.) ও জেমস ওয়ার্ড-প্রোসি (৭৯ মি.)। তাতে ১৪ বছর পর অ্যান্ডোরার মাঠে খেলতে গিয়ে ৫-০ ব্যবধানের জয় নিয়ে দেশে ফিরে ইংল্যান্ড।

এই ম্যাচটি অবশ্য ইতিহাসও গড়েছে। এই প্রথম ইংল্যান্ডের কোনো ম্যাচ সম্পূর্ণ মহিলা রেফারি ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত হলো। এই ম্যাচটি পরিচালনা করেন কাতেরিনা মনজুল। তার সহযোগী ছিলেন মারিয়ানা স্ট্রিলেটসকা ও ভিতলানা গ্রুশকো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন স্টেফানি ফ্রাপার্ট।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় ব্যবধানে অ্যান্ডোরাকে হারাল ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘আই’ গ্রুপের ম্যাচে শনিবার রাতে অ্যান্ডোরাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ইংলিশরা। এই জয়ে ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ইংল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আলবেনিয়া। ১৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আছে তৃতীয় স্থানে।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অ্যান্ডোরার বিপক্ষে গ্যারেথ সাউথগেট অধিনায়ক হ্যারি কেনকে নামাননি। কিন্তু হ্যারি না নামলেও তার সতীর্থরা দারুণ খেলেছে।

এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন বেন চিলওয়েল ও জ্যাক গ্রিলিশ। চিলওয়েল ম্যাচের ১৭ মিনিটে গোল করে গোল উৎসবের সূচনা করেন। আর গ্রেলিশ ৮৬ মিনিটে গোল করে সেটার সমাপ্তি টানেন। মাঝে গোল করেন বুকায়ো সাকা (৪০ মি.), ট্যামি আব্রাহাম (৫৯ মি.) ও জেমস ওয়ার্ড-প্রোসি (৭৯ মি.)। তাতে ১৪ বছর পর অ্যান্ডোরার মাঠে খেলতে গিয়ে ৫-০ ব্যবধানের জয় নিয়ে দেশে ফিরে ইংল্যান্ড।

এই ম্যাচটি অবশ্য ইতিহাসও গড়েছে। এই প্রথম ইংল্যান্ডের কোনো ম্যাচ সম্পূর্ণ মহিলা রেফারি ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত হলো। এই ম্যাচটি পরিচালনা করেন কাতেরিনা মনজুল। তার সহযোগী ছিলেন মারিয়ানা স্ট্রিলেটসকা ও ভিতলানা গ্রুশকো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন স্টেফানি ফ্রাপার্ট।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: