বিজনেস আওয়ার প্রতিবেদক : পেসার রুবেল হোসেনকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৯ অক্টোবর) রাতে এক বিবৃতি দিয়ে ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি জানায়, ‘জাতীয় নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পেসার রুবেল হোসেনকে অন্তর্ভূক্ত করেছে। স্ট্যান্ডবাই সদস্য হিসেবে রুবেল দলের সঙ্গে ভ্রমণ করছে, এখন সে বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত সদস্য হিসেবে থাকবে। সে বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।’
এর আগে গত ৯ সেপ্টেম্বর মাহমুদউল্লাহর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সেই দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন রুবেল। তার সঙ্গে স্ট্যান্ডবাই হিসবে থাকা আমিনুল ইসলাম বিপ্লবকে দেশে ফেরত পাঠাচ্ছে বোর্ড।
আইসিসির নিয়মনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন করার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছে বিসিবি। এখন ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে রুবেল অতিরিক্ত সদস্য হিসেবে থাকছেন। আর বিপ্লব দেশে ফিরছেন।
রুবেল অতিরক্ত হিসেবে থাকলেও ম্যাচের দিন আসতে পারবেন না। তবে অনুশীলন করতে পারবেন। যদি কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়েন তাহলে মূল স্কোয়াডের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২১/কমা