ঢাকা , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখ পুত্র আরিয়ানের জামিন হয়নি আজও

  • পোস্ট হয়েছে : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • 2

বিনোদন ডেস্ক- বারবার শুনানি হচ্ছে, কিন্তু জামিন মিলছে না শাহরুখ পুত্র আরিয়ান খানের। সোমবার (১১ অক্টোবর) চতুর্থ দফায় মুম্বাই সেশন কোর্টে আরিয়ানের জামিন আবেদনের শুনানি হয়। কিন্তু আদালত নতুন দিন ধার্য করেছেন। আগামী বুধবার (১২ অক্টোবর) হবে তার জামিন আবেদনের শুনানি।

গত বৃহস্পতিবার আরিয়ানের জামিন আবেদন নাকচ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তখনই তার আইনজীবী সতীশ মানশিন্ডে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। সেটারই তারিখ ছিল সোমবার। কিন্তু নিরাশ হয়েই ফিরতে হয়েছে সতীশকে।

অনেকের দাবি, বড় কোনো ঘটনা আড়াল করতেই আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে। নোংরা রাজনীতির শিকার হচ্ছেন শাহরুখ পুত্র। আইনজীবী সতীশ জানান, আরিয়ানকে গ্রেফতারের পর কেবল এক দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অযথাই তাকে আটকে রাখা হয়েছে।

যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দাবি, আরিয়ানের বয়ান ও মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছেন তারা। তাই গভীরভাবে তদন্তের জন্য বারবার হেফাজতে রাখার মেয়াদ বাড়ানোর আবেদন করছেন এনসিবি কর্তারা।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলের একটি প্রমোদতরী থেকে পার্টি চলাকালীন আরিয়ান খানসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে এনসিবি। এরপর তদন্তের মাধ্যমে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এনসিবির দাবি, আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্টের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের যোগ রয়েছে।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাহরুখ পুত্র আরিয়ানের জামিন হয়নি আজও

পোস্ট হয়েছে : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১

বিনোদন ডেস্ক- বারবার শুনানি হচ্ছে, কিন্তু জামিন মিলছে না শাহরুখ পুত্র আরিয়ান খানের। সোমবার (১১ অক্টোবর) চতুর্থ দফায় মুম্বাই সেশন কোর্টে আরিয়ানের জামিন আবেদনের শুনানি হয়। কিন্তু আদালত নতুন দিন ধার্য করেছেন। আগামী বুধবার (১২ অক্টোবর) হবে তার জামিন আবেদনের শুনানি।

গত বৃহস্পতিবার আরিয়ানের জামিন আবেদন নাকচ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তখনই তার আইনজীবী সতীশ মানশিন্ডে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। সেটারই তারিখ ছিল সোমবার। কিন্তু নিরাশ হয়েই ফিরতে হয়েছে সতীশকে।

অনেকের দাবি, বড় কোনো ঘটনা আড়াল করতেই আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে। নোংরা রাজনীতির শিকার হচ্ছেন শাহরুখ পুত্র। আইনজীবী সতীশ জানান, আরিয়ানকে গ্রেফতারের পর কেবল এক দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অযথাই তাকে আটকে রাখা হয়েছে।

যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দাবি, আরিয়ানের বয়ান ও মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছেন তারা। তাই গভীরভাবে তদন্তের জন্য বারবার হেফাজতে রাখার মেয়াদ বাড়ানোর আবেদন করছেন এনসিবি কর্তারা।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলের একটি প্রমোদতরী থেকে পার্টি চলাকালীন আরিয়ান খানসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে এনসিবি। এরপর তদন্তের মাধ্যমে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এনসিবির দাবি, আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্টের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের যোগ রয়েছে।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: