ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ত্বকের উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান!

  • পোস্ট হয়েছে : ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • 5

বিজনেস আওয়ার ডেস্ক : ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে জুড়ি নেই পেঁপে’র। অনেকেই পেঁপে সাবানও ব্যবহার করে থাকেন। যা দারুণ কার্যকরী। তবে পেঁপে দিয়ে সাবান যদি বাসায় তৈরি করা যায় তাহলে তা বেশি ভালো হবে। আর এটি তৈরি করাও বেশ সহজ।

দেরি না করে চলুন পাঠক জেনে নেয়া যাক পেঁপে সাবান তৈরি করার পদ্ধতিটি-

যা যা লাগবে
১০০ গ্রাম সোপ বেজ (পেয়ার্স সাবান নিতে পারেন), একটি ছোট পাকা পেঁপে, ১ চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ গোলাপ জল।

পেঁপে সাবান তৈরি করার পদ্ধতি
সোপ বেজটা ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার অর্ধেক পেঁপের ছাল ছাড়িয়ে নিন। এবার টুকরো ব্লেন্ড করে নিন। একটি বাটিতে পেঁপের পিউরিটা ছেঁকে নিন। এবার এতে দিয়ে দিন ১চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ নারকেল তেল ও ১ চা চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন।

এবার একটি বাটিতে সাবান গুলো নিয়ে নিন। একটি কড়াইতে পানি গরম দিন। পানি ফুটতে শুরু করলে সাবানের বাটিটা পানির উপরে দিয়ে দিন। তাতে সাবানটা আস্তে আস্তে গলে যাবে। পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গলে গেলে এতে দিয়ে দিন পেঁপের মিশ্রণ। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিন।

তারপর পাত্রে ঢেলে জমে যাওয়ার জন্য অপেক্ষা করুন। ২ ঘন্টা পর সাবান জমে যাবে। ব্যস তৈরি হয়ে গেলো বাসায় তৈরি পেঁপে সাবান।

বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ত্বকের উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান!

পোস্ট হয়েছে : ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

বিজনেস আওয়ার ডেস্ক : ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে জুড়ি নেই পেঁপে’র। অনেকেই পেঁপে সাবানও ব্যবহার করে থাকেন। যা দারুণ কার্যকরী। তবে পেঁপে দিয়ে সাবান যদি বাসায় তৈরি করা যায় তাহলে তা বেশি ভালো হবে। আর এটি তৈরি করাও বেশ সহজ।

দেরি না করে চলুন পাঠক জেনে নেয়া যাক পেঁপে সাবান তৈরি করার পদ্ধতিটি-

যা যা লাগবে
১০০ গ্রাম সোপ বেজ (পেয়ার্স সাবান নিতে পারেন), একটি ছোট পাকা পেঁপে, ১ চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ গোলাপ জল।

পেঁপে সাবান তৈরি করার পদ্ধতি
সোপ বেজটা ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার অর্ধেক পেঁপের ছাল ছাড়িয়ে নিন। এবার টুকরো ব্লেন্ড করে নিন। একটি বাটিতে পেঁপের পিউরিটা ছেঁকে নিন। এবার এতে দিয়ে দিন ১চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ নারকেল তেল ও ১ চা চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন।

এবার একটি বাটিতে সাবান গুলো নিয়ে নিন। একটি কড়াইতে পানি গরম দিন। পানি ফুটতে শুরু করলে সাবানের বাটিটা পানির উপরে দিয়ে দিন। তাতে সাবানটা আস্তে আস্তে গলে যাবে। পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গলে গেলে এতে দিয়ে দিন পেঁপের মিশ্রণ। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিন।

তারপর পাত্রে ঢেলে জমে যাওয়ার জন্য অপেক্ষা করুন। ২ ঘন্টা পর সাবান জমে যাবে। ব্যস তৈরি হয়ে গেলো বাসায় তৈরি পেঁপে সাবান।

বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: