বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে শ্রীলঙ্কা। লাল সবুজের প্রতিনিধিদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েও শেষ হাসি শ্রীলঙ্কাই হাসে।
মঙ্গলবার (১২অক্টোবর) আবুধাবিতে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪৭ রান করে। টার্গেটে খেলতে নেমে ৬ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
ব্যাটিং করতে নেমে শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। দলটি ১২ ওভারে ৭৯ রান না তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। ঝোড়ো ব্যাটিংয়ে ১৫ ওভারে ৯৫ থেকে ১৯ ওভারে ১৪৮ রান করে ফেলে শ্রীলঙ্কা।
মাত্র ২৪ বলে ৫৩ রান করে এর আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪৬ রান করে। ২৬ বলে সর্বোচ্চ ৩৪ রান নিয়েছেন সৌম্য সরকার। তার ইনিংসটি সাজানো ছিল ১টি চার ও ২টি ছয়ের মারে।
এ ছাড়া ২০ রানের ঘর পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান করে আউট হন। মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।
লঙ্কানদের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুশমন্থ চামিরা। এ ছাড়া ১টি করে উইকেট নেন লাহিরু কুমারা, মহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।
এই ম্যাচে ইনজুরির কারণে খেলেননি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে অধিনায়কত্ব করেছেন লিটন দাস।
বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০২১/কমা