ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিকে হারিয়ে ফাইনালে কলকাতা

  • পোস্ট হয়েছে : ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক : আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বুধবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি আগে ব্যাট করে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে নাটকীয় শেষ ওভারে ৩ উইকেট ও ১ বল হাতে রেখে জয় পায় কলকাতা।

এর আগে কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছিল। এ ছাড়া আর কখনও আইপিএল ফাইনাল খেলেনি তারা। ২০১৮ সালের পর এই প্রথম প্লে-অফ খেললো নাইটরা।

শুক্রবার ফাইনালে কলকাতার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

দিল্লির বিপক্ষে ফাইনালে কলকাতার শেষ ৪ ওভারে অর্থাৎ ২৪ বলে প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। সেখান থেকে শুরু হয় নাটকীয়তা। সহজ ম্যাচকে কলকাতা টেনে নিয়ে যায় রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে। মাত্র ৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে সহজ জয় কঠিন করে ফেলে মরগান বাহিনী।

তাতে শেষ ওভারে জয়ের জন্য ৭ রান প্রয়োজন পড়ে কেকেআরের। রবীচন্দ্রন অশ্বিনের করা শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর আউট হন সাকিব আল হাসান ও সুনীল নারিন। তাতে শেষ ২ বলে জয়ের জন্য সাকিবদের দরকার ছিল ৬ রান। অশ্বিনের করা পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে সকল শঙ্কা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে নাইটদের ফাইনালে পৌঁছে দেন রাহুল ত্রিপাঠী। ১১ বলে ১২ রানে অপরাজিত থাকেন তিনি।

দলের পক্ষে ভেঙ্কটেশ ৪১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান করেন। নিতিশ রানা ১২ বলে ১ ছক্কায় ১৩ রান করে ফেরেন তিনি। দিনেশ কার্তিক ০, ইয়ান মরগান ০, ০ ও একই রানে সুনীল নারিন আউট হন শূন্যরানে। শেষ ওভারের শেষ ২ বলে জয়ের জন্য কলকাতার প্রয়োজন পড়ে ৬ রান। অশ্বিনের পঞ্চম বলকে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তোলেন রাহুল ত্রিপাঠী।

বল হাতে দিল্লির কাগিসু রাবাদা ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। এনরিখ নরকিয়া ৪ ওভারে ৩১ রানে নেন ২টি উইকেট। রবীচন্দ্রন অশ্বিন ৩.৫ ওভারে ২৭ রানের বিনিময়ে পান দুটি উইকেট। আবেশ খান ৪ ওভারে ২২ রান খরচায় একটি উইকেট দখল করেন।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দিল্লিকে হারিয়ে ফাইনালে কলকাতা

পোস্ট হয়েছে : ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বুধবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি আগে ব্যাট করে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে নাটকীয় শেষ ওভারে ৩ উইকেট ও ১ বল হাতে রেখে জয় পায় কলকাতা।

এর আগে কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছিল। এ ছাড়া আর কখনও আইপিএল ফাইনাল খেলেনি তারা। ২০১৮ সালের পর এই প্রথম প্লে-অফ খেললো নাইটরা।

শুক্রবার ফাইনালে কলকাতার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

দিল্লির বিপক্ষে ফাইনালে কলকাতার শেষ ৪ ওভারে অর্থাৎ ২৪ বলে প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। সেখান থেকে শুরু হয় নাটকীয়তা। সহজ ম্যাচকে কলকাতা টেনে নিয়ে যায় রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে। মাত্র ৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে সহজ জয় কঠিন করে ফেলে মরগান বাহিনী।

তাতে শেষ ওভারে জয়ের জন্য ৭ রান প্রয়োজন পড়ে কেকেআরের। রবীচন্দ্রন অশ্বিনের করা শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর আউট হন সাকিব আল হাসান ও সুনীল নারিন। তাতে শেষ ২ বলে জয়ের জন্য সাকিবদের দরকার ছিল ৬ রান। অশ্বিনের করা পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে সকল শঙ্কা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে নাইটদের ফাইনালে পৌঁছে দেন রাহুল ত্রিপাঠী। ১১ বলে ১২ রানে অপরাজিত থাকেন তিনি।

দলের পক্ষে ভেঙ্কটেশ ৪১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান করেন। নিতিশ রানা ১২ বলে ১ ছক্কায় ১৩ রান করে ফেরেন তিনি। দিনেশ কার্তিক ০, ইয়ান মরগান ০, ০ ও একই রানে সুনীল নারিন আউট হন শূন্যরানে। শেষ ওভারের শেষ ২ বলে জয়ের জন্য কলকাতার প্রয়োজন পড়ে ৬ রান। অশ্বিনের পঞ্চম বলকে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তোলেন রাহুল ত্রিপাঠী।

বল হাতে দিল্লির কাগিসু রাবাদা ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। এনরিখ নরকিয়া ৪ ওভারে ৩১ রানে নেন ২টি উইকেট। রবীচন্দ্রন অশ্বিন ৩.৫ ওভারে ২৭ রানের বিনিময়ে পান দুটি উইকেট। আবেশ খান ৪ ওভারে ২২ রান খরচায় একটি উইকেট দখল করেন।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: