ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি, গুলিতে নিহত ৪

  • পোস্ট হয়েছে : ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • 48

বিজনেস আওয়ার ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে একাধিক মন্দিরে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হাজীগঞ্জ পৌর এলাকায় বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য জারি রয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি সদস্য।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তিন যুবক ও এক কিশোর নিহত হয়েছে। এর মধ্যে তিনজন বুধবার রাতে এবং একজন বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হাজীগঞ্জ পৌর এলাকায় হামলার শিকার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

আবু সাঈদ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, মৌলবাদী ও রাজনৈতিক প্রতিপক্ষ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার হীন চেষ্টা করছে। কোনো ধর্মপ্রাণ ব্যক্তি কখনোই অন্য ধর্মের প্রতি আঘাত করতে পারে না। সব সময় উচ্ছৃঙ্খল ও ধর্মান্ধ ব্যক্তিরাই অন্য ধর্মের প্রতি আঘাত করে।’

তিনি বলেন, ‘যেসব উচ্ছৃঙ্খল ব্যক্তি হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে।’

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি, গুলিতে নিহত ৪

পোস্ট হয়েছে : ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে একাধিক মন্দিরে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হাজীগঞ্জ পৌর এলাকায় বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য জারি রয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি সদস্য।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তিন যুবক ও এক কিশোর নিহত হয়েছে। এর মধ্যে তিনজন বুধবার রাতে এবং একজন বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হাজীগঞ্জ পৌর এলাকায় হামলার শিকার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

আবু সাঈদ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, মৌলবাদী ও রাজনৈতিক প্রতিপক্ষ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার হীন চেষ্টা করছে। কোনো ধর্মপ্রাণ ব্যক্তি কখনোই অন্য ধর্মের প্রতি আঘাত করতে পারে না। সব সময় উচ্ছৃঙ্খল ও ধর্মান্ধ ব্যক্তিরাই অন্য ধর্মের প্রতি আঘাত করে।’

তিনি বলেন, ‘যেসব উচ্ছৃঙ্খল ব্যক্তি হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে।’

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: