ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ মওকুফ

  • পোস্ট হয়েছে : ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকারিভাবে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক মওকুফ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। এর মধ্যে ৫ শতাংশ আমদানি শুল্ক আর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক। তবে নতুন ঘোষণা অনুযায়ী আমদানি শুল্ক বাদ দেওয়ায় এখন শুধু নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি দেশের কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল এনবিআর। ওই আদেশে আগের প্রত্যাহার করা ৫ শতাংশ আমদানি শুল্ক পুনর্বহালের পাশাপাশি নতুন করে আরও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে ভারত থেকে। সম্প্রতি দেশটির বেঙ্গালুরে অতিবৃষ্টি ও বন্যা হলে বাংলাদেশের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। তবে হঠাৎ করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে কমতে শুরু করেছে।

বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পেঁয়াজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ মওকুফ

পোস্ট হয়েছে : ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকারিভাবে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক মওকুফ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। এর মধ্যে ৫ শতাংশ আমদানি শুল্ক আর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক। তবে নতুন ঘোষণা অনুযায়ী আমদানি শুল্ক বাদ দেওয়ায় এখন শুধু নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি দেশের কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল এনবিআর। ওই আদেশে আগের প্রত্যাহার করা ৫ শতাংশ আমদানি শুল্ক পুনর্বহালের পাশাপাশি নতুন করে আরও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে ভারত থেকে। সম্প্রতি দেশটির বেঙ্গালুরে অতিবৃষ্টি ও বন্যা হলে বাংলাদেশের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। তবে হঠাৎ করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে কমতে শুরু করেছে।

বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: