ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

১৬ মিলিয়ন ভিউজ কন্ঠশিল্পী তিশা’র প্রথম গান

  • পোস্ট হয়েছে : ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • 32

তরুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী ইশরাত জাহান তিশা। কভার গানের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন তিনি। তার গলার প্রথম গাওয়া ‘যারে পাখি উইড়া যা’ শিরোনামের গানটি ১৬ মিলিয়ন ভিউজের মাইলফলক অতিক্রম করেছে। প্রকাশিত হওয়ার পর থেকেই ইউটিউবে নেটিজনদের কাছে বেশ প্রসংশীত হয়।

২০২০ সালের ২৭ সেপ্টেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ায় প্রকাশিত আতিফ আহমেদ নীলয়ের ভাইরাল হওয়া ‘যারে পাখি উইড়া যা’ শিরোনামের গানটি নতুন ভাবে কভার করে বেশ সাড়া ফেলেন উদীয়মান গায়িকা ইশরাত জাহান তিশা। গানটির কথা, সুর দিয়েছেন আতিফ আহমেদ নীলয়। সংগীতায়োজন করেছেন এ এইচ তুর্য।

সম্প্রতি তার নতুন গান “আমার পাখি আমার নাই”ফেসবুক,ইউটিউব ও টিকটক সহ বেশকিছু সাইটে ঝড় তুলেছে! গানটির কথা ও সুর করেছেন হাসানুজ্জামান । গানটির সংগীতায়োজন করেছেন সজীব দাস।

গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে সৃষ্টি মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নয়ন বাবু ও অভিনেত্রী শ্রাবন্তি সেলিনা । এছাড়াও গানটির সিংগার পার্ট ভিডিও সৃষ্টি মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়।

এ প্রসঙ্গে ইশরাত জাহান তিশা বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই নয়ন বাবু ভাইয়াকে। তিনি আমাকে এত বড় সুযোগ করে দিয়েছেন। তার সহযোগিতা ও সাপোর্ট পেয়েছি বলেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই সকল শ্রোতা-দর্শকদের প্রতি। সৃষ্টি টিমকে ধন্যবাদ।

তিশা আরও জানান, ইতোমধ্যে সৃষ্টি মিউজিক এর ব্যানারে আমার মৌলিক গান ‘ভালোবেসে তোকে আমি’”তোর আপন ঠিকানা” প্রকাশিত হয়েছে। নতুন চ্যানেল আর আমিও নতুন গায়িকা হিসেবে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি শ্রোতাদের কাছ থেকে। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সবার ভালোবাসা নিয়ে আমি আরও ভালো ভালো গান করতে চাই।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১৬ মিলিয়ন ভিউজ কন্ঠশিল্পী তিশা’র প্রথম গান

পোস্ট হয়েছে : ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১

তরুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী ইশরাত জাহান তিশা। কভার গানের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন তিনি। তার গলার প্রথম গাওয়া ‘যারে পাখি উইড়া যা’ শিরোনামের গানটি ১৬ মিলিয়ন ভিউজের মাইলফলক অতিক্রম করেছে। প্রকাশিত হওয়ার পর থেকেই ইউটিউবে নেটিজনদের কাছে বেশ প্রসংশীত হয়।

২০২০ সালের ২৭ সেপ্টেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ায় প্রকাশিত আতিফ আহমেদ নীলয়ের ভাইরাল হওয়া ‘যারে পাখি উইড়া যা’ শিরোনামের গানটি নতুন ভাবে কভার করে বেশ সাড়া ফেলেন উদীয়মান গায়িকা ইশরাত জাহান তিশা। গানটির কথা, সুর দিয়েছেন আতিফ আহমেদ নীলয়। সংগীতায়োজন করেছেন এ এইচ তুর্য।

সম্প্রতি তার নতুন গান “আমার পাখি আমার নাই”ফেসবুক,ইউটিউব ও টিকটক সহ বেশকিছু সাইটে ঝড় তুলেছে! গানটির কথা ও সুর করেছেন হাসানুজ্জামান । গানটির সংগীতায়োজন করেছেন সজীব দাস।

গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে সৃষ্টি মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নয়ন বাবু ও অভিনেত্রী শ্রাবন্তি সেলিনা । এছাড়াও গানটির সিংগার পার্ট ভিডিও সৃষ্টি মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়।

এ প্রসঙ্গে ইশরাত জাহান তিশা বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই নয়ন বাবু ভাইয়াকে। তিনি আমাকে এত বড় সুযোগ করে দিয়েছেন। তার সহযোগিতা ও সাপোর্ট পেয়েছি বলেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই সকল শ্রোতা-দর্শকদের প্রতি। সৃষ্টি টিমকে ধন্যবাদ।

তিশা আরও জানান, ইতোমধ্যে সৃষ্টি মিউজিক এর ব্যানারে আমার মৌলিক গান ‘ভালোবেসে তোকে আমি’”তোর আপন ঠিকানা” প্রকাশিত হয়েছে। নতুন চ্যানেল আর আমিও নতুন গায়িকা হিসেবে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি শ্রোতাদের কাছ থেকে। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সবার ভালোবাসা নিয়ে আমি আরও ভালো ভালো গান করতে চাই।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: