বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৩টির বা ৪০.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৫০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৯.৫৫ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা ৯.০২ শতাংশ, গোল্ডেন সনের ৭.৫৫ শতাংশ, সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৬.৭৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৮২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৪.৭২ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৪.৪১ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/২১ অক্টোবর, ২০২১/পিএস