বিজনেস আওয়ার প্রতিবেদক: ১ অক্টোবরের থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আর হচ্ছে না। এখন ফোন বৈধভাবে বা অন্য কোনোভাবেই আমদানি হোক, সেট চালু করার সাথে সাথে স্বয়ংক্রিভাবে তার নিবন্ধন হয়ে যাবে।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা জনগণকে ভোগান্তিতে ফেলতে চাই না। তাই ফোনের নিবন্ধন ঝামেলা এড়াতে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, মোবাইল ফোনের নিবন্ধন করতে গিয়ে গ্রামের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। প্রবাসীরাও ভোগান্তি পোহাচ্ছেন। এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাদের বলেছেন, জনগণের ভোগান্তির কারণ হয়, এমন কোনও কাজ আমরা করবো না। কোনটা বৈধ ফোন আর অবৈধ এটা ধরার কাজ আমাদের নয়। এটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাজ।
বিজনেস আওয়ার/২১ অক্টোবর, ২০২১/এএইচ