বিজনেস আওয়ার প্রতিবেদক : ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজারে উচ্চ দরে শেয়ার ইস্যু করে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তবে এখন সেই কোম্পানিকে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ দিতে গিয়েই রিজার্ভ ব্যবহার করতে হচ্ছে।
কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে আসে। ওইসময় প্রতিটি শেয়ার ৭৫ টাকা করে ইস্যুর মাধ্যমে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করে। এতে প্রতিটি শেয়ারে ৬৫ টাকা করে মোট ১৬৯ কোটি টাকার প্রিমিয়াম সংগ্রহ করে। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় মাত্র ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। সেটাও শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য। যা ইস্যু মূল্য বিবেচনায় ২ শতাংশেরও কম বা ১.৩৩ শতাংশ।

ইউনিক হোটেলের সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৩৩ টাকা হিসেবে ৯ কোটি ৭২ লাখ টাকার নিট লোকসান হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে মোট ১৫ কোটি ৯৬ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে লভ্যাংশের পুরোটাই রিজার্ভ থেকে দেওয়া হবে।
একইদিনে (২৫ অক্টোবর) আর্থিক হিসাব প্রকাশ করা আরেক হোটেল কোম্পানি পেনিনসুলা চিটাগাংয়ের মুনাফা হয়েছে। ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪১ টাকা। এই কোম্পানিটি প্রতিটি শেয়ার ৩০ টাকা করে ইস্যুর মাধ্যমে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করেছিল।
এদিকে ইউনিক হোটেলের আইপিও পূর্ব ২০১১ সালের ৪.৫৫ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে নেমে এসেছে শেয়ারপ্রতি ০.৩৩ টাকা লোকসানে। ১০ বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৪.৮৮ টাকা বা ১০৭ শতাংশ। যে কোম্পানিটির মুনাফা গত কয়েক বছর ধরেই নিম্নমুখী রয়েছে।

অথচ কোম্পানিটির ব্যবসা বাড়ানোর লক্ষ্যে শেয়ারবাজার থেকে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করা হয়। এই টাকা দিয়ে ওয়েস্টিন-২, লা মেরিডিয়ান ও লাক্সারি কালেকশন নামের ৩টি হোটেল নির্মাণ এবং ব্যাংক ঋণ পরিশোধ করার জন্য তোলা হয়।
ইউনিক হোটেলকে শেয়ারবাজারে আনার ক্ষেত্রে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস।
উল্লেখ্য, ২৯৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের ইউনিক হোটেলে ১ হাজার ৪৩৩ কোটি ২৩ লাখ টাকার রিজার্ভ রয়েছে। এ কোম্পানিটির সোমবার (২৫ অক্টোবর) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৪৯ টাকা।
বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২১/আরএ
One thought on “৭৫ টাকা ইস্যু মূল্যের ইউনিক হোটেলের ১ টাকা লভ্যাংশ দিতেই রিজার্ভ ব্যবহার”