ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে আরো দুটি বিশ্বকাপ ম্যাচ রয়েছে আফগানিস্তান। কিন্তু ওই দুটি ম্যাচ না খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আসগর আফগান। দেশের ক্রিকেট লিজেন্ডের বিদায়ী ম্যাচে ৬২ রানের দারুণ জয় পেয়েছে আফগানিস্তান।
নামিবিয়ার বিপক্ষে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে আগে ব্যাট করে ৩১ রান করেন আসগর ২৩ বলে। শেষ দিকে মোহাম্মদ নবীর অধিনায়কোচিত ইনিংসে আফগানিস্তান করে ৫ উইকেটে ১৬০ রান। আসগরকে স্মরণীয় বিদায়ের স্বাদ দিতে বাকি কাজ সারেন দুই পেসার নাভিন উল হক ও হামিদ হাসান।
নামিবিয়া ৯ উইকেটে ৯৮ রানে থামে। স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করা আফগানিস্তান দ্বিতীয় জয় পেল। গত ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় তারা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান আরো সুসংহত করল আফগানরা।
বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: