বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রায় ৫ মাস বন্ধ থাকার পর আবারও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়া বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় ঢাকা-কুয়ালালামপুর রুটে ২ নভেম্বর থেকে আবারও যাত্রী পরিবহন শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার সন্ধ্যা সোয়া ৭টায় কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। ফিরতি ফ্লাইট পাওয়া যাবে প্রতি বুধ, শুক্র, শনি ও সোমবার স্থানীয় সময় রাত আড়াইটায়।
দেশে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হলে এবং মালয়েশিয়া বাংলাদেশ থেকে যাত্রী পরিবহণে বিধি-নিষেধ আরোপ করলে গত ৭ মে থেকে ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট স্থগিত রাখে বিমান। তবে, এ সময় বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়া থেকে যাত্রীদের নিয়ে এসেছে সংস্থাটি।
এদিকে ২ নভেম্বর থেকেই বন্ধ থাকা সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করছে প্রতিষ্ঠানটি। শীতকালীন সূচি অনুযায়ী, সিলেট থেকে প্রতি মঙ্গলবার দুপুর পৌনে ১টায় এবং প্রতি বৃহস্পতিবার দুপুর ১২টায় বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে এবং ফিরতি ফ্লাইট পাওয়া যাবে প্রতি রোববার দুপুর দেড়টায় এবং মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে।
এর পাশাপাশি সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে বিমান কর্তৃপক্ষ। এখন থেকে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চলাচল করবে। ৩ নভেম্বর হতে সৈয়দপুর থেকে সপ্তাহে প্রতি বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার যাবে ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট থাকবে শনি ও রোববার দুপুর ২টায়।
বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২১/এএইচ