ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৯ মাসের ব্যবসায় ৮১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে

  • পোস্ট হয়েছে : ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের বছরের একইসময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে বা ৩টি প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮১ শতাংশ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এ সময় কোন কোন ব্যাংকের ইপিএস দেড়শ শতাংশের বেশি পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। অপরদিকে ইপিএসে পতনে সবার উপরে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

ব্যাংকগুলোর ৯ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে চলতি বছরের ৯ মাসের ব্যবসায় আগের বছরের একই সময়ের তুলনায় ২০২১ সালের ৯ মাসে ২৬টি বা ৮১.২৫ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। আর ৫টি বা ১৫.৬৩ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে। এছাড়া ১টি বা ৩.১২ শতাংশ ব্যাংকের আগের বছরের থেকে লোকসান বেড়েছে।

আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। ব্যাংকটির ১৫৫ শতাংশ ইপিএস বেড়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ শতাংশ বেড়েছে প্রাইম ব্যাংকের। আর ১০৬ শতাংশ বেড়ে ৩য় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক।

এদিকে যথারীতি সবচেয়ে বেশি ইপিএস হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের। আগের বছরের থেকে ১৪ শতাংশ বেড়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.২৫ টাকা। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৪.৫২ টাকা ইপিএস হয়েছে পূবালি ব্যাংকের। আর ৪.২১ টাকা ইপিএস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

নিম্নে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা)২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা)বৃদ্ধির হার (শতকরা)
স্ট্যান্ডার্ড ব্যাংক০.২৮০.১১১৫৫%
প্রাইম ব্যাংক২.২৭১.০১১২৫%
মার্কেন্টাইল ব্যাংক৩.৩৮১.৬৪১০৬%
আইএফআইসি ব্যাংক১.২৬০.৭২৭৫%
শাহজালাল ইসলামি ব্যাংক২.৪৫১.৪৭৬৭%
প্রিমিয়ার ব্যাংক২.২৩১.৪০৫৯%
এবি ব্যাংক০.৪৪০.২৮৫৭%
পূবালী ব্যাংক৪.৫২২.৯৪৫৪%
ব্র্যাক ব্যাংক২.৮৭১.৯২৪৯%
ওয়ান ব্যাংক১.৬৪১.১৫৪৩%
ইস্টার্ন ব্যাংক৪.২১৩.১০৩৬%
সাউথইস্ট ব্যাংক৩.১৩২.৩৩৩৪%
ঢাকা ব্যাংক১.৬৫১.২৮২৯%
এনসিসি ব্যাংক২.০৪১.৬৫২৪%
যমুনা ব্যাংক৩.৮৭৩.১৮২২%
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক১.৬৫১.৩৮২০%
ব্যাংক এশিয়া২.৩৬১.৯৭২০%
এনআরবিসি ব্যাংক২.২২১.৯১১৬%
ইসলামী ব্যাংক২.৬৭২.৩০১৬%
আল-আরাফাহ ব্যাংক১.৫৪১.৩৫১৪%
ডাচ-বাংলা ব্যাংক৬.২৫৫.৪৭১৪%
স্যোশাল ইসলামী ব্যাংক০.৮১০.৭৩১১%
উত্তরা ব্যাংক২.৮৯২.৭০৭%
ট্রাস্ট ব্যাংক৩.৯৩৩.৭১৬%
দি সিটি ব্যাংক২.৯৭২.৮৯৩%
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক১.৩০১.২৬৩%

২০২১ সালের ৯ মাসে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস কমেছে ২২ শতাংশ। এরপরে ১৮ শতাংশ কমে দ্বিতীয় স্থানে রয়েছে রূপালি ব্যাংক। আর ১৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক।

নিম্নে ইপিএস হ্রাস পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা)২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা)কমার হার (শতকরা)
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১.২০১.৫৩(২২%)
রূপালি ব্যাংক০.৩৭০.৪৫(১৮%)
এক্সিম ব্যাংক১.১৮১.৪০(১৬%)
ন্যাশনাল ব্যাংক০.৪৪০.৪৫(২%)
সাউথ বাংলা ব্যাংক০.৮১০.৮২(১%)

অন্যান্য বছরের ন্যায় চলতি বছরের ৯ মাসেও আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান হয়েছে। এছাড়া আগের বছরের তুলনায় লোকসানের পরিমাণ বেড়েছে।

ব্যাংকের নাম২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা)২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা)পতনের হার (শতকরা)
আইসিবি ইসলামিক ব্যাংক(০.৪৭)(০.১৫)(২১৩%)

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৯ মাসের ব্যবসায় ৮১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে

পোস্ট হয়েছে : ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের বছরের একইসময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে বা ৩টি প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮১ শতাংশ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এ সময় কোন কোন ব্যাংকের ইপিএস দেড়শ শতাংশের বেশি পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। অপরদিকে ইপিএসে পতনে সবার উপরে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

ব্যাংকগুলোর ৯ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে চলতি বছরের ৯ মাসের ব্যবসায় আগের বছরের একই সময়ের তুলনায় ২০২১ সালের ৯ মাসে ২৬টি বা ৮১.২৫ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। আর ৫টি বা ১৫.৬৩ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে। এছাড়া ১টি বা ৩.১২ শতাংশ ব্যাংকের আগের বছরের থেকে লোকসান বেড়েছে।

আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। ব্যাংকটির ১৫৫ শতাংশ ইপিএস বেড়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ শতাংশ বেড়েছে প্রাইম ব্যাংকের। আর ১০৬ শতাংশ বেড়ে ৩য় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক।

এদিকে যথারীতি সবচেয়ে বেশি ইপিএস হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের। আগের বছরের থেকে ১৪ শতাংশ বেড়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.২৫ টাকা। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৪.৫২ টাকা ইপিএস হয়েছে পূবালি ব্যাংকের। আর ৪.২১ টাকা ইপিএস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

নিম্নে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা)২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা)বৃদ্ধির হার (শতকরা)
স্ট্যান্ডার্ড ব্যাংক০.২৮০.১১১৫৫%
প্রাইম ব্যাংক২.২৭১.০১১২৫%
মার্কেন্টাইল ব্যাংক৩.৩৮১.৬৪১০৬%
আইএফআইসি ব্যাংক১.২৬০.৭২৭৫%
শাহজালাল ইসলামি ব্যাংক২.৪৫১.৪৭৬৭%
প্রিমিয়ার ব্যাংক২.২৩১.৪০৫৯%
এবি ব্যাংক০.৪৪০.২৮৫৭%
পূবালী ব্যাংক৪.৫২২.৯৪৫৪%
ব্র্যাক ব্যাংক২.৮৭১.৯২৪৯%
ওয়ান ব্যাংক১.৬৪১.১৫৪৩%
ইস্টার্ন ব্যাংক৪.২১৩.১০৩৬%
সাউথইস্ট ব্যাংক৩.১৩২.৩৩৩৪%
ঢাকা ব্যাংক১.৬৫১.২৮২৯%
এনসিসি ব্যাংক২.০৪১.৬৫২৪%
যমুনা ব্যাংক৩.৮৭৩.১৮২২%
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক১.৬৫১.৩৮২০%
ব্যাংক এশিয়া২.৩৬১.৯৭২০%
এনআরবিসি ব্যাংক২.২২১.৯১১৬%
ইসলামী ব্যাংক২.৬৭২.৩০১৬%
আল-আরাফাহ ব্যাংক১.৫৪১.৩৫১৪%
ডাচ-বাংলা ব্যাংক৬.২৫৫.৪৭১৪%
স্যোশাল ইসলামী ব্যাংক০.৮১০.৭৩১১%
উত্তরা ব্যাংক২.৮৯২.৭০৭%
ট্রাস্ট ব্যাংক৩.৯৩৩.৭১৬%
দি সিটি ব্যাংক২.৯৭২.৮৯৩%
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক১.৩০১.২৬৩%

২০২১ সালের ৯ মাসে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস কমেছে ২২ শতাংশ। এরপরে ১৮ শতাংশ কমে দ্বিতীয় স্থানে রয়েছে রূপালি ব্যাংক। আর ১৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক।

নিম্নে ইপিএস হ্রাস পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা)২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা)কমার হার (শতকরা)
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১.২০১.৫৩(২২%)
রূপালি ব্যাংক০.৩৭০.৪৫(১৮%)
এক্সিম ব্যাংক১.১৮১.৪০(১৬%)
ন্যাশনাল ব্যাংক০.৪৪০.৪৫(২%)
সাউথ বাংলা ব্যাংক০.৮১০.৮২(১%)

অন্যান্য বছরের ন্যায় চলতি বছরের ৯ মাসেও আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান হয়েছে। এছাড়া আগের বছরের তুলনায় লোকসানের পরিমাণ বেড়েছে।

ব্যাংকের নাম২০২১ সালের ৯ মাসের ইপিএস (টাকা)২০২০ সালের ৯ মাসের ইপিএস (টাকা)পতনের হার (শতকরা)
আইসিবি ইসলামিক ব্যাংক(০.৪৭)(০.১৫)(২১৩%)

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: