ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনাল সবার আগে নিশ্চিত করেছে ইংল্যান্ড। সোমবার (০২ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মরগ্যান বাহিনী।

জস বাটলারের অপরাজিত ১০১ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড আগে ব্যাট করে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

চার ম্যাচ খেলে চারটিতেই জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে।

১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ১০.৫ ওভারের মাথায় ৭৬ রান তুলতেই হারায় ৫ উইকেট। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আশা জাগিয়েছিলেন। কিন্তু ম্যাচটি শেষ করে আসতে পারেননি।

ব্যাট হাতে শ্রীলঙ্কার হাসারাঙ্গা ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান করেন। ২ চার ও ২ ছক্কায় ১৮ বলে ২৬ রান করেন ভানুকা রাজাপাকসে। ২৬টি রান করেন অধিনায়ক দাসুন শানাকাও। ১৩ বলে ২১ রান করেন চারিথ আসালঙ্কা।

বল হাতে ইংল্যান্ডের মঈন আলী, ক্রিস জর্ডান ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ১০ ওভারে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৪৭ রান। কিন্তু শেষ ১০ ওভারে তারা তোলে ১১৬ রান। আর সেটা সম্ভব হয় জস বাটলার ও ইয়ান মরগ্যানের ব্যাটে ভর করে। মরগান ৪০ রান করে আউট হলেও বাটলারকে আউট করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। তিনি ৬৭ বল খেলে অপরাজিত থাকেন ১০১ রানে। যা তিনি ৬টি চার ও ৬ ছক্কায় করেন। এটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীলঙ্কাকে হারিয়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনাল সবার আগে নিশ্চিত করেছে ইংল্যান্ড। সোমবার (০২ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মরগ্যান বাহিনী।

জস বাটলারের অপরাজিত ১০১ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড আগে ব্যাট করে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

চার ম্যাচ খেলে চারটিতেই জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে।

১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ১০.৫ ওভারের মাথায় ৭৬ রান তুলতেই হারায় ৫ উইকেট। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আশা জাগিয়েছিলেন। কিন্তু ম্যাচটি শেষ করে আসতে পারেননি।

ব্যাট হাতে শ্রীলঙ্কার হাসারাঙ্গা ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান করেন। ২ চার ও ২ ছক্কায় ১৮ বলে ২৬ রান করেন ভানুকা রাজাপাকসে। ২৬টি রান করেন অধিনায়ক দাসুন শানাকাও। ১৩ বলে ২১ রান করেন চারিথ আসালঙ্কা।

বল হাতে ইংল্যান্ডের মঈন আলী, ক্রিস জর্ডান ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ১০ ওভারে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৪৭ রান। কিন্তু শেষ ১০ ওভারে তারা তোলে ১১৬ রান। আর সেটা সম্ভব হয় জস বাটলার ও ইয়ান মরগ্যানের ব্যাটে ভর করে। মরগান ৪০ রান করে আউট হলেও বাটলারকে আউট করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। তিনি ৬৭ বল খেলে অপরাজিত থাকেন ১০১ রানে। যা তিনি ৬টি চার ও ৬ ছক্কায় করেন। এটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: