বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৭টির বা ৩৯.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রাইম টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস প্রাইম টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.২০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ২২.৩১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রাইম টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইভিন্স টেক্সটাইলের ৯.৬৪ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৪৪ শতাংশ, রিংশাইনের ৯.২৫ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৯.০৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৭৯ শতাংশ, রহিমা ফুডের ৮.৭২ শতাংশ, সমতা লেদারের ৮.৭১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৮.৬২ শতাংশ এবং সালভো কেমিক্যালের শেয়ার দর ৮.২৫ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২১/পিএস