ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • 72

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ হারায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সেমি ফাইনালের স্বপ্ন ধূলিসাৎ বাংলাদেশের। নিয়ম রক্ষার ও সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ বৃহস্পতিবার মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেয়েছে একবার। সেটি সেই ২০০৭ সালের প্রথম আসরে। সেবার সাউথ আফ্রিকাকে ৬৭ রানে হারানোর কৃতিত্বটা এখনও বাংলাদেশের একমাত্র সাফল্য হিসেবে জ্বলজ্বল করছে।

এরপর বিশ্বকাপের চলতি আসরসহ মোট সাত আসরে মূল পর্বের কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে, পরাজয়ের বৃত্ত ভাঙতে মাঠে নামতে যাচ্ছে মাহমুদুল্লাহ বাহিনী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের আভাস নেই বাংলাদেশ দলে। তবে উইকেটকিপার নুরুল হাসান সোহানের শারীরিক অবস্থার উন্নতি হলে একাদশে দেখা যেতে পারে তাকে। সে ক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে শামীম পাটোয়ারীর।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী/সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বিজনেস আওয়ার/ ০৪ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ হারায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সেমি ফাইনালের স্বপ্ন ধূলিসাৎ বাংলাদেশের। নিয়ম রক্ষার ও সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ বৃহস্পতিবার মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেয়েছে একবার। সেটি সেই ২০০৭ সালের প্রথম আসরে। সেবার সাউথ আফ্রিকাকে ৬৭ রানে হারানোর কৃতিত্বটা এখনও বাংলাদেশের একমাত্র সাফল্য হিসেবে জ্বলজ্বল করছে।

এরপর বিশ্বকাপের চলতি আসরসহ মোট সাত আসরে মূল পর্বের কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে, পরাজয়ের বৃত্ত ভাঙতে মাঠে নামতে যাচ্ছে মাহমুদুল্লাহ বাহিনী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের আভাস নেই বাংলাদেশ দলে। তবে উইকেটকিপার নুরুল হাসান সোহানের শারীরিক অবস্থার উন্নতি হলে একাদশে দেখা যেতে পারে তাকে। সে ক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে শামীম পাটোয়ারীর।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী/সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বিজনেস আওয়ার/ ০৪ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: