স্পোর্টস ডেস্ক: মিরপুরের শেষ ই বাংলায় অজিদের যেভাবে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ তার তিন মাস হগেল। এর মধ্যেই মূদ্রার উল্টো পিঠ দেখল টাইগাররা। নিজেদের মাঠে অজিদের কাঁপুনি দেখতে বেশ মজা লাগলেও বিশ্বকাপে ছন্নছাড়া বাংলাদেশ দল কাঁপছে প্রত্যেকটা ম্যাচে।
চলতি আসরের মূল পর্বে টানা চার ম্যাচে হেরে সেমি-ফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়েছে। শেষ ও পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার কথা নির্ভার থেকে। এই অস্ট্রেলিয়াকেই গত আগস্টে ঘরের ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
সেই আত্নবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা গেল না দুবাইতে। অজিরা টস জিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের। ব্যাট করতে নেমে মিচেল স্টার্ক, হ্যাজেলউডের বাউন্স আর গতির সামনে দিশেহারা হয়ে পড়ে টাইগার ব্যাটাররা।
ইনিংসের দ্বিতীয় ওভারে তৃতীয় বলে মিচেল স্টার্কের ১৪৪ কিলোমিটার গতির বলে বোল্ড হয়ে লিটন দাস সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক মেরে। দ্বিতীয় ওভারের শেষ বলে সৌম্য সরকার হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে ফেরেন ৫ (৮) রানে। লিটন-সৌম্য টানা ব্যর্থ হয়েছেন গোটা বিশ্বকাপে।
দলের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম বুঝেই উঠতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলের বল। মাত্র ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন এলবিডব্লু হয়ে।
ষষ্ঠ ওভার করতে এসেই হ্যাজেলউড প্যাট কামন্সকে দাঁড় করান স্কয়ার লেগে। ঠিক সে জায়গাতেই ক্যাচ দেন নাঈম শেখ। ১৬ বলে ১৭ রান করেন এই বাঁহাতি ওপেনার।
এ তো গেল গতির ঝড়, অ্যাডাম জাম্পার গুগলিই বুঝেই উঠতে পারেননি আফিফ হোসেন। টানা দ্বিতীয় ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
দলের বিপাকে হাল ধরার চেষ্টা ছিল শামিম পাটোয়ারি আর মাহমুদউল্লাহ রিয়াদের। তবে সেসব টিকেনি জাম্পার সামনে। ১০.৫ ওভারের মাথায় ১৮ বলে ১৯ রান করে শামিম ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। পরের বলেও শেখ মেহেদীকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন জাম্পা।
দলের বিপদে মাহমুদউল্লাহ রিয়াদও খেই হারিয়েছেন স্টার্কের গতির কাছে। ফাইন লেগে খেলতে গিয়ে ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
অধিনায়কের বিদায়ে শঙ্কা জাগে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৭০ রানের নিচে অল-আউট হবার। তবে মোস্তাফিজুর রহমান আর তাসকিন মিলে অন্তত সর্বনিম্ন রানে অল-আউট হবার লজ্জা থেকে বাঁচান।
জাম্পার বলে লং অনে স্কিথের হাতে ক্যাচ দেয়ার আগে মোস্তাফিজ করেন ৯ বলে ৪ রান। পরের বলেই শরিফুল ক্যাচ দেন স্লিপে থাকা ফিঞ্চের হাতে। বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ১৫ ওভারে ৭৩ রান তুলতেই।
অজিদের পক্ষে ৫ উইকেট নিয়েছেন জাম্পা, ৩ উইকেট নিয়েছেন স্টার্ক আর ২টি করে উইকেট নেন হ্যাজেলউড এবং প্যাট কামিন্স। ১ উইকেট নেন ম্যাক্সওয়েল।
বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২১/এএইচ