বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসের উপসর্গের চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধ মলনুপিরাভির অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বৃহস্পতিবার (৪ নভেম্বর) যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন। এখন থেকে যুক্তরাজ্যের মানুষ ঘরে বসেই করোনার চিকিৎসা নিতে পারবেন। বিশ্বে আমরাই প্রথম দেশ হিসেবে জীবানুনাশক ট্যাবলেটের অনুমোদন দিলাম।’
যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সয়ংস্থা এমএইচআরএ জানিয়েছে, এই ট্যাবলেটটি এমন লোকেদের ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে যাদের মৃদু থেকে মাঝারি কোভিড রয়েছে। এছাড়া স্থূলতা, বার্ধক্য, ডায়াবেটিস বা হৃদরোগের মতো গুরুতর একটি রোগ যাদের আছে তারাও এ ওষুধ ব্যবহারের অনুমতি পাবেন।
তবে প্রাথমিকভাবে একটি জাতীয় সমীক্ষার মাধ্যমে টিকাপ্রাপ্ত এবং টিকাবিহীন রোগীদের উভয়কেই মুখে খাওয়ার ওষুধ দেওয়া হবে। এছাড়া ওষুধটির আরো অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এর কার্যকারিতার অতিরিক্ত ডেটা সংগ্রহ করা হবে।
বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২১/কমা