বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে শেয়ারবাজারের আওতাভুক্ত মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ নবায়ন করা যাবে।
বিএসইসি গত ৩ নভেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
ওই নির্দেশনায় বলা হয়েছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি বিএসইসির জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে আগের আইন অর্থাৎ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩৭(৩) ধারা বহাল রেখেছে নিয়ন্ত্রক সংস্থা।
২০২০ সালের ৩০ জানুয়ারিতে জারি করা বিএসইসির নির্দেশনা বলা হয়েছিল, মার্চেন্ট ব্যাংকের এমডি বা সিইওদের প্রথম নিয়োগের কার্যকাল ৩ বছর বা ৬৫ বছর পর্যন্ত (যেটি আগে হয়) হবে। এছাড়া পরবর্তীতে এই মেয়াদ সর্বোচ্চ একবার (৩ বছর) বাড়াতে পারবে।
আর আগের আইন অর্থাৎ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩৭ (৩) ধারায় বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংকের এমডি বা সিইও এর কার্যকাল হবে ৩ বছর, যা কমিশনের পূর্ব অনুমোদনক্রমে নবায়ন করা যাবে। তবে কোনো ব্যক্তির বয়স ৬৫ বৎসর পূর্ণ হলে তিনি এমডি বা সিইও পদে নিযুক্ত হবার যোগ্য হবেন না।
বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২১/পিএস