বিনোদন ডেস্ক: নতুন একটি নাটকের চিত্রনাট্য হাতে পেয়েই চমকে ওঠেন ফারুক আহমেদ। নাটকটিতে তাঁর চরিত্রের নাম বাতেন। তিনি মনে করলেন কিছু একটা ভুল হয়েছে। শুটিং ইউনিটকে ফোন করেন। তারা জানায়, ঠিক চিত্রনাট্যই দেওয়া হয়েছে। আবারও তিনি চিত্রনাট্য পড়তে গিয়ে অবাক হন। ফারুক আহমেদ বলেন, ‘মধুমতি মডেল টাউনের একটি শুটিং হাউসে “বাকের খনি” নাটকের শুটিং করছি।
এই নাটকে আমার চরিত্রের নাম বাতেন। এই একই শুটিং হাউসে আমার নতুন একটি নাটকের শুটিং। সেই নাটকেও আমার চরিত্রের নাম বাতেন। দুটি ভিন্ন নাটক, একই জায়গায় শুটিং। উভয় নাটকের চরিত্রের এক নাম। দুই নাটকের রচয়িতা, পরিচালক বা অভিনেতাদের কারও সঙ্গে কারও কোনো যোগাযোগ নেই। এই ঘটনাটা কি কাকতালীয় নয়?’ ৩০ বছরের অভিনয় ক্যারিয়ারে এমন কাকতালীয় ঘটনার মুখোমুখি আগে কখনো হননি ফারুক আহমেদ। ফেসবুকে ভক্তদের সঙ্গে ঘটনাটা তাই শেয়ার করেছেন এই অভিনেতা।
ঠিক কাকতালীয় না হলেও শুটিংয়ে গিয়ে অনেকবার মজার ঘটনার মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। এক সহকর্মীর কথা ভাবছিলেন, দেখা গেল শুটিংয়ে তিনি হঠাৎ হাজির। আবার শুটিং শেষে কারও কাছ থেকে বিদায় নিয়ে সকালে অন্য একটি শুটিংয়ে গিয়ে দেখলেন সেই অভিনেতা। কখনো গুনগুন করে গান গাইলে পরে শুনতে পেয়েছেন পাশেই কেউ গানটি গাইছেন।
বিজনেস আওয়ার/ ০৮ নভেম্বর ২০২১/এএইচ