যুক্তরাজ্য থেকে রেজোয়ান : যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটির মেয়র এন্ড্রু বার্নহাম বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান দেশ। যে দেশটির সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা ও শিক্ষা খাতে সর্ম্পক্য রয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই বাংলায় ম্যানচেষ্টারের মেয়র সম্মেলনে উপস্থিত সবাইকে স্বাগতম জানান। এরপরে নিজেকে বাংলাদেশের বন্ধু বলে উল্লেখ করেন।
ম্যানচেষ্টারে আজকে এমন একটি সম্মেলনের আয়োজন করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে নতুন সর্ম্পক্য তৈরী হলো বলে জানান তিনি।
আরও পড়ুন…..
বাংলাদেশ বৃটিশদের ব্যবসায়িক পার্টনার হতে প্রস্তুত- বিএসইসি চেয়ারম্যান
যুক্তরাজ্যের নাগরিকদেরকে বিনিয়োগে আগ্রহী করতে প্রবাসিদেরকে কাজ করার অনুরোধ- সালমান এফ রহমান
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ, ম্যানচেস্টার সিটির মেয়র এন্ডো বার্নহাম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) মো. সিরাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান প্রমুখ।
বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২১/আরএ
One thought on “বাংলাদেশ বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান দেশ- ম্যানচেষ্টার সিটির মেয়র”