ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের শেয়ারবাজারে সহজেই বৃটিশরা বিনিয়োগ করতে পারবেন

  • পোস্ট হয়েছে : ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • 82

যুক্তরাজ্য থেকে রেজোয়ান : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের শেয়ারবাজারে অন্য সবার ন্যায় বৃটিশদের যেকেউ বিনিয়োগ করতে পারবে। যা খুব সহজেই করা সম্ভব। এজন্য বিও হিসাব ও নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা (নিটা) হিসাব খুলতে হবে। যা খুলতে বাংলাদেশী ভিসার দরকার নেই। পরিচয়ের জন্য পাসপোর্ট হলেই হবে।

সোমবার (০৮ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা তুলে ধরেন বিএসইসি কমিশনার।

এসময় তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করতে একটি নিটা অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে বিও অ্যাকাউন্ট খুলে নিজেরাই লেনদেনের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন অথবা ফান্ড ম্যানেজারদের মাধ্যমেও বিনিয়োগ করতে পারেন। যে বিও অ্যাকাউন্ট যুক্তরাজ্যে বসেই করা সম্ভব।

তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীরা সহজেই ব্রোকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবেন। এক্ষেত্রে ক্রয় আদেশ দিলে তাদের বিও হিসাবে সিকিউরিটিজ জমা হবে। আর চাইলে খুব সহজেই বিনিয়োগকৃত অর্থ নিটা অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন।

বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশীদের জন্য কর হারে সুবিধা রয়েছে বলে জানান তিনি। বিদেশীদের ক্ষেত্রে লভ্যাংশের উপর ৩০ শতাংশ ও ক্যাপিটাল গেইনের উপরে ১৫ শতাংশ হারে কর দিতে হয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিনিয়োগের জন্য আমাদের বাজারে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরনের শেয়ার (কমন শেয়ার, আইপিও, প্রিফারেন্স শেয়ার), বন্ড (সুকুক বন্ড, গ্রীন বন্ড), ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদি রয়েছে।

বিএসইসির এই কমিশনার বলেন, প্রবাসি ও বিদেশী বিনিয়োগকারীদের জন্য প্রণোদনার ব্যবস্থা রয়েছে। এরমধ্যে আইপিওতে ১০% কোটা, ইনকামের উপর কর হার কমানো, ক্যাপিটাল গেইন নেই, জিরো কূপন বন্ডের ইনকামে কর মওকুফ ইত্যাদি। এছাড়া কোন ধরনের ঝামেলা ছাড়াই বিদেশীরা বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ ও তা প্রত্যাহার করে নিতে পারে।

এই পরিস্থিতিতে ইংল্যান্ডবাসী ও দেশটিতে বসবাসরত বাংলাদেশীদেরকে শেয়ারবাজারে বিনিয়োগের আহবান করেন তিনি। একইসঙ্গে যেকোন প্রয়োজনে বিএসইসির কাছে প্রশ্ন করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। যা অনলাইন বা অফলাইন উভয়ভাবেই করা যাবে।

আরও পড়ুন…..

বাংলাদেশ বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান দেশ- ম্যানচেষ্টার সিটির মেয়র
বাংলাদেশ বৃটিশদের ব্যবসায়িক পার্টনার হতে প্রস্তুত- বিএসইসি চেয়ারম্যান
যুক্তরাজ্যের নাগরিকদেরকে বিনিয়োগে আগ্রহী করতে প্রবাসিদেরকে কাজ করার অনুরোধ- সালমান এফ রহমান

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ, ম্যানচেস্টার সিটির মেয়র এন্ডো বার্নহাম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) মো. সিরাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান প্রমুখ।

বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

One thought on “বাংলাদেশের শেয়ারবাজারে সহজেই বৃটিশরা বিনিয়োগ করতে পারবেন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশের শেয়ারবাজারে সহজেই বৃটিশরা বিনিয়োগ করতে পারবেন

পোস্ট হয়েছে : ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

যুক্তরাজ্য থেকে রেজোয়ান : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের শেয়ারবাজারে অন্য সবার ন্যায় বৃটিশদের যেকেউ বিনিয়োগ করতে পারবে। যা খুব সহজেই করা সম্ভব। এজন্য বিও হিসাব ও নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা (নিটা) হিসাব খুলতে হবে। যা খুলতে বাংলাদেশী ভিসার দরকার নেই। পরিচয়ের জন্য পাসপোর্ট হলেই হবে।

সোমবার (০৮ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা তুলে ধরেন বিএসইসি কমিশনার।

এসময় তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করতে একটি নিটা অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে বিও অ্যাকাউন্ট খুলে নিজেরাই লেনদেনের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন অথবা ফান্ড ম্যানেজারদের মাধ্যমেও বিনিয়োগ করতে পারেন। যে বিও অ্যাকাউন্ট যুক্তরাজ্যে বসেই করা সম্ভব।

তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীরা সহজেই ব্রোকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবেন। এক্ষেত্রে ক্রয় আদেশ দিলে তাদের বিও হিসাবে সিকিউরিটিজ জমা হবে। আর চাইলে খুব সহজেই বিনিয়োগকৃত অর্থ নিটা অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন।

বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশীদের জন্য কর হারে সুবিধা রয়েছে বলে জানান তিনি। বিদেশীদের ক্ষেত্রে লভ্যাংশের উপর ৩০ শতাংশ ও ক্যাপিটাল গেইনের উপরে ১৫ শতাংশ হারে কর দিতে হয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিনিয়োগের জন্য আমাদের বাজারে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরনের শেয়ার (কমন শেয়ার, আইপিও, প্রিফারেন্স শেয়ার), বন্ড (সুকুক বন্ড, গ্রীন বন্ড), ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদি রয়েছে।

বিএসইসির এই কমিশনার বলেন, প্রবাসি ও বিদেশী বিনিয়োগকারীদের জন্য প্রণোদনার ব্যবস্থা রয়েছে। এরমধ্যে আইপিওতে ১০% কোটা, ইনকামের উপর কর হার কমানো, ক্যাপিটাল গেইন নেই, জিরো কূপন বন্ডের ইনকামে কর মওকুফ ইত্যাদি। এছাড়া কোন ধরনের ঝামেলা ছাড়াই বিদেশীরা বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ ও তা প্রত্যাহার করে নিতে পারে।

এই পরিস্থিতিতে ইংল্যান্ডবাসী ও দেশটিতে বসবাসরত বাংলাদেশীদেরকে শেয়ারবাজারে বিনিয়োগের আহবান করেন তিনি। একইসঙ্গে যেকোন প্রয়োজনে বিএসইসির কাছে প্রশ্ন করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। যা অনলাইন বা অফলাইন উভয়ভাবেই করা যাবে।

আরও পড়ুন…..

বাংলাদেশ বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান দেশ- ম্যানচেষ্টার সিটির মেয়র
বাংলাদেশ বৃটিশদের ব্যবসায়িক পার্টনার হতে প্রস্তুত- বিএসইসি চেয়ারম্যান
যুক্তরাজ্যের নাগরিকদেরকে বিনিয়োগে আগ্রহী করতে প্রবাসিদেরকে কাজ করার অনুরোধ- সালমান এফ রহমান

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ, ম্যানচেস্টার সিটির মেয়র এন্ডো বার্নহাম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) মো. সিরাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান প্রমুখ।

বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: