বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ৬৮ জন বন্দী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে সংঘর্ষ শুরু হয়েছিল বলে জানা গেছে।
কারা অভ্যন্তরে প্রবেশ করে পুলিশ ইউনিট জানিয়েছে, সেখানে বন্দুক এবং বিস্ফোরক খুঁজে পাওয়া গেছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দী মারা গিয়েছিল। দেশটির কারাগারগুলোতে চলতি বছর এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দীর মৃত্যু হয়েছে। ইকুয়েডরের ইতিহাসে কারাগারে সংঘটিত সহিংসতায় আগে কখনো এত কয়েদি হতাহত হননি।
বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: