বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৮.৭১ শতাংশ, গোল্ডেন সনের ৭.০৩ শতাংশ, এপেক্স ফুডসের ৬.২১ শতাংশ, লাভেলোর ৫.৬৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৫.৫৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.৩৬ শতাংশ, জিকিউ বলপেনের ৫.২৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৫.১৮ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৫.০৪ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২১/পিএস