ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিসিইউতে খালেদা জিয়া

  • পোস্ট হয়েছে : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক: এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। একটি মেডিকেল বোর্ডের অধীনে সেখানে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ রোববার বিকেলে মেডিকেল বোর্ডের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ খবর দিয়েছেন।

তিনি জানান, ভর্তির পর শনিবার রাতে বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আলোচনা করেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বলেছেন। আজও (রোববার) বোর্ডের চিকিৎসকেরা বসবেন। সব বিষয় পর্যালোচনা করা হবে। নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা দরকার কি-না , সেই বিষয়ে পরামর্শ আসবে।

সব মিলিয়ে খালেদা জিয়া কেমন আছেন, জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, না খারাপ আছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি এখন সিসিইউতে আছেন।’

এর আগে ১২ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন। এরপর সপ্তাহ না পেরোতেই তাঁকে আবারও হাসপাতালে নিতে হয়েছে। করোনায় আক্রান্ত হলে চলতি বছরের ২৭ এপ্রিল তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ওই সময় প্রায় দুই মাস পরে বাসায় ফেরেন তিনি। বাসায় থেকেই করোনার দুই ডোজ টিকা নেন। চিকিৎসকেরা তাঁর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে আসলেও আইনি বাধায় তা সম্ভব হচ্ছে না।

বিজনেস আওয়ার/ ১৪ নভেম্বর, ২০২১/এএই

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিসিইউতে খালেদা জিয়া

পোস্ট হয়েছে : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। একটি মেডিকেল বোর্ডের অধীনে সেখানে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ রোববার বিকেলে মেডিকেল বোর্ডের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ খবর দিয়েছেন।

তিনি জানান, ভর্তির পর শনিবার রাতে বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আলোচনা করেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বলেছেন। আজও (রোববার) বোর্ডের চিকিৎসকেরা বসবেন। সব বিষয় পর্যালোচনা করা হবে। নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা দরকার কি-না , সেই বিষয়ে পরামর্শ আসবে।

সব মিলিয়ে খালেদা জিয়া কেমন আছেন, জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, না খারাপ আছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি এখন সিসিইউতে আছেন।’

এর আগে ১২ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন। এরপর সপ্তাহ না পেরোতেই তাঁকে আবারও হাসপাতালে নিতে হয়েছে। করোনায় আক্রান্ত হলে চলতি বছরের ২৭ এপ্রিল তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ওই সময় প্রায় দুই মাস পরে বাসায় ফেরেন তিনি। বাসায় থেকেই করোনার দুই ডোজ টিকা নেন। চিকিৎসকেরা তাঁর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে আসলেও আইনি বাধায় তা সম্ভব হচ্ছে না।

বিজনেস আওয়ার/ ১৪ নভেম্বর, ২০২১/এএই

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: