স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ হালাহর দ্রুততম সেঞ্চুরি গোলের রেকর্ডগড়া রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে লিগে ১০৪ ম্যাচে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন সালাহ। এই জয়ে ৩৪ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা।
বুধবার রাতে ম্যাচের দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে নাবি কেইটা বাড়ান রবের্ত ফিরমিনোকে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাস পেয়ে মোহামেদ সালাহর নেয়া শট জাল খুঁজে নেয়।
অষ্টম মিনিটে জর্ডান হেন্ডারসনের গোলে ব্যবধান দ্বিগুণ করে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা লিভারপুল। জর্জিনিয়ো ভেইনালডাম থেকে পাওয়া বল আলতো টোকায় বাড়িয়ে দেন সালাহ। দারুণ শটে লক্ষ্যভেদ করেন হেন্ডারসন। মাত্র ৮ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
তবে ছেড়ে কথা বলেনি ব্রাইটন। প্রথমার্ধের বিরতির একদম আগমুহূর্তে ব্যবধান কমান ব্রাইটনের বেলজিয়ান ফরোয়ার্ড লিওনার্দো ট্রসার্ড। যার ফলে ম্যাচে নেমে আসে এক ধরনের অনিশ্চয়তা। দ্বিতীয়ার্ধে সেটি থাকতে দেননি সালাহ। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলকে পাইয়ে দেন ৩-১ গোলের জয়।
এ জয়ের পর ৩৪ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৯২ পয়েন্ট। বাকি ৪ ম্যাচে আর মাত্র ৮ পয়েন্ট পেলেই লিগের ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে পয়েন্টের সেঞ্চুরি করবে অলরেডরা।
বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২০/এ