ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিউক্যাসলের বিপক্ষে ম্যানসিটির বড় জয়

  • পোস্ট হয়েছে : ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • 72

স্পোর্টস ডেস্ক : লিভারপুলকে বড় ব্যবধানে উড়িয়ে দেয়ার পরের ম্যাচেই হারের মুখ দেখেছিল ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচে আবারও চেনা রূপে ফিরে বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে এবার নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।

বুধবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ডি-বক্সের ভেতর বাঁ দিক থেকে কেভিন ডে ব্রুইনের কাটব্যাক শটের পর মাহরেজ বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন।

ম্যাচের ৫৮তম মিনিটে নিউক্যাসলের ভুলে ব্যবধান বাড়ে। জেসুসের পা থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই তা জড়িয়ে দেন ডিফেন্ডার ফেড্রিকো ফার্নান্দেস। ৬৪তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে চতুর্থ গোল করেন সিলভা। যোগ করা সময়ে নিউক্যাসলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রহিম স্টার্লিং।

ইংলিশ প্রিমিয়ার লিগে- ৩৩ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আগেই শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ৩৪ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে যথারীতি দ্বিতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি।

বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিউক্যাসলের বিপক্ষে ম্যানসিটির বড় জয়

পোস্ট হয়েছে : ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : লিভারপুলকে বড় ব্যবধানে উড়িয়ে দেয়ার পরের ম্যাচেই হারের মুখ দেখেছিল ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচে আবারও চেনা রূপে ফিরে বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে এবার নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।

বুধবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ডি-বক্সের ভেতর বাঁ দিক থেকে কেভিন ডে ব্রুইনের কাটব্যাক শটের পর মাহরেজ বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন।

ম্যাচের ৫৮তম মিনিটে নিউক্যাসলের ভুলে ব্যবধান বাড়ে। জেসুসের পা থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই তা জড়িয়ে দেন ডিফেন্ডার ফেড্রিকো ফার্নান্দেস। ৬৪তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে চতুর্থ গোল করেন সিলভা। যোগ করা সময়ে নিউক্যাসলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রহিম স্টার্লিং।

ইংলিশ প্রিমিয়ার লিগে- ৩৩ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আগেই শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ৩৪ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে যথারীতি দ্বিতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি।

বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: