ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুর্দান্ত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সা

  • পোস্ট হয়েছে : ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • 63

স্পোর্টস ডেস্ক : লা লিগায় এস্পানিওলের বিপক্ষে দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১-এ নামিয়ে এনেছে বার্সেলোনা। ১-০ গোলে জিতেছে তারা। দুই লাল কার্ডের নাটকীয়তার পর লুইস সুয়ারেসের গোলে শিরোপা স্বপ্ন ফিকে হওয়া থেকে বাঁচল বার্সেলোনা, কমাল পয়েন্ট ব্যবধান।

কাম্প নউয়ে বুধবার রাতে খাদের কিনারায় দাঁড়িয়ে মাঠে নামা এস্পানিওল শুরুটা করেছিল ভালোই। প্রতি-আক্রমণে দশম মিনিটে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় তারা। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে আদ্রি এমবার্বার নেয়া শট পা দিয়ে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

ম্যাচের ২৩ তম মিনিটে মেসির বাঁকানো ফ্রি-কিক ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়। দুই মিনিট পর গ্রিজমানের দারুণ থ্রু পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়লেও শট নিতে দেরি করে ফেলেন লুইস সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে নেলসন সেমেদোর বদলি হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় বহিষ্কার হন আনসু ফাতি। প্রতিপক্ষ ডিফেন্ডার ফের্নান্দো কালেরোকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তবে ভিএআরে দেখে সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি।

তিন মিনিট পর এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোও লাল কার্ড দেখেন। জেরার্দ পিকেকে ফাউল করায় শুরুতে হলুদ কার্ড পেয়েছিলেন তিনি। ৫৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা। মেসির নেয়া শট প্রতিহত হওয়ার পর আলগা বল ফাঁকায় পেয়ে জালে পাঠাতে ভুল হয়নি সুয়ারেসের।

উল্লেখ্য, ৩৫ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে বার্সালোনার পয়েন্ট হলো ৭৬। আর এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। অন্যদিকে ৩৫ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেল এসপানিওল।

বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুর্দান্ত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সা

পোস্ট হয়েছে : ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : লা লিগায় এস্পানিওলের বিপক্ষে দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১-এ নামিয়ে এনেছে বার্সেলোনা। ১-০ গোলে জিতেছে তারা। দুই লাল কার্ডের নাটকীয়তার পর লুইস সুয়ারেসের গোলে শিরোপা স্বপ্ন ফিকে হওয়া থেকে বাঁচল বার্সেলোনা, কমাল পয়েন্ট ব্যবধান।

কাম্প নউয়ে বুধবার রাতে খাদের কিনারায় দাঁড়িয়ে মাঠে নামা এস্পানিওল শুরুটা করেছিল ভালোই। প্রতি-আক্রমণে দশম মিনিটে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় তারা। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে আদ্রি এমবার্বার নেয়া শট পা দিয়ে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

ম্যাচের ২৩ তম মিনিটে মেসির বাঁকানো ফ্রি-কিক ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়। দুই মিনিট পর গ্রিজমানের দারুণ থ্রু পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়লেও শট নিতে দেরি করে ফেলেন লুইস সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে নেলসন সেমেদোর বদলি হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় বহিষ্কার হন আনসু ফাতি। প্রতিপক্ষ ডিফেন্ডার ফের্নান্দো কালেরোকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তবে ভিএআরে দেখে সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি।

তিন মিনিট পর এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোও লাল কার্ড দেখেন। জেরার্দ পিকেকে ফাউল করায় শুরুতে হলুদ কার্ড পেয়েছিলেন তিনি। ৫৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা। মেসির নেয়া শট প্রতিহত হওয়ার পর আলগা বল ফাঁকায় পেয়ে জালে পাঠাতে ভুল হয়নি সুয়ারেসের।

উল্লেখ্য, ৩৫ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে বার্সালোনার পয়েন্ট হলো ৭৬। আর এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। অন্যদিকে ৩৫ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেল এসপানিওল।

বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: