ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার এক হাত বেঁকে গেছে, কথাও স্পষ্ট নয়

  • পোস্ট হয়েছে : ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • 36

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক।

নাম প্রকাশ না করার শর্তে শনিবার সকালে তিনি এক গণমধ্যমকে বলেন, ‘বোর্ডের পরামর্শে তাকে (খালেদা জিয়া) তরল খাবার দেয়া হচ্ছে। গত রাতে আমি তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। আমাকে দেখে বলেন, তুমি কে? আমি আমার পরিচয় দিলাম।’

তিনি বলেন, ‘যেটা দেখলাম সেটা হচ্ছে, উনার এক হাত বেঁকে গেছে, সবাইকে দেখে তিনি কথা বলতে চান। কিন্তু তার কথা পরিষ্কার শোনা যায় না; স্পষ্ট শব্দ বের হয় না। এটা বেশি বয়স ও প্রচণ্ড অসুস্থ থাকার কারণে হতে পারে।’

ওই চিকিৎসক জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ছাড়া কাউকেই তার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করতে নিষেধ করা হয়েছে। এদিকে ঝুঁকি থাকায় খালেদা জিয়ার কাছে যাওয়ার ক্ষেত্রেও বাইরের কাউকে অনুমতি দেয়া হচ্ছে না।

দায়িত্ব পালন করা চিকিৎসকরা শুধু রাউন্ডের সময় সিসিইউতে যাচ্ছেন। এরই মধ্যে আইসিইউয়ের সব সাপোর্ট সিসিইউতে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বিজনেস আওয়ার/ ২০ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খালেদার এক হাত বেঁকে গেছে, কথাও স্পষ্ট নয়

পোস্ট হয়েছে : ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক।

নাম প্রকাশ না করার শর্তে শনিবার সকালে তিনি এক গণমধ্যমকে বলেন, ‘বোর্ডের পরামর্শে তাকে (খালেদা জিয়া) তরল খাবার দেয়া হচ্ছে। গত রাতে আমি তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। আমাকে দেখে বলেন, তুমি কে? আমি আমার পরিচয় দিলাম।’

তিনি বলেন, ‘যেটা দেখলাম সেটা হচ্ছে, উনার এক হাত বেঁকে গেছে, সবাইকে দেখে তিনি কথা বলতে চান। কিন্তু তার কথা পরিষ্কার শোনা যায় না; স্পষ্ট শব্দ বের হয় না। এটা বেশি বয়স ও প্রচণ্ড অসুস্থ থাকার কারণে হতে পারে।’

ওই চিকিৎসক জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ছাড়া কাউকেই তার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করতে নিষেধ করা হয়েছে। এদিকে ঝুঁকি থাকায় খালেদা জিয়ার কাছে যাওয়ার ক্ষেত্রেও বাইরের কাউকে অনুমতি দেয়া হচ্ছে না।

দায়িত্ব পালন করা চিকিৎসকরা শুধু রাউন্ডের সময় সিসিইউতে যাচ্ছেন। এরই মধ্যে আইসিইউয়ের সব সাপোর্ট সিসিইউতে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বিজনেস আওয়ার/ ২০ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: