বিজনেস আওয়ার প্রতিবেদক : ক্রিসমাস প্যারোডে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে গাড়িচাপায় ৫ জন নিহত হয়েছে। এঘটনা আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। স্থানীয় সময় রবিবার রাতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত ২৮ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১২ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
উয়াওকেশা শহরের পুলিশপ্রধান ড্যান থম্পসন জানিয়েছেন, ঘটনাস্থলটি উইসকনসিন অঙ্গরাজ্যের আরেক শহর মিলউকি থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনার পর অভিযুক্ত গাড়িকে আটক করা হয়েছে এবং উয়াওকেশা শহর আপাতত নিরাপদ।
থম্পসন সাংবাদিকদের জানান, লাল রঙের একটি এসইউভি গাড়ি রবিবার সন্ধ্যায় ক্রিসমাস প্যারেডের ভিড়ের ওপরে উঠে যায়। এ ঘটনায় ২৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শহরের পাশ থেকে পরে আমরা গাড়িটিকে আটক করেছি।
বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২১/কমা