ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে এক নম্বর : স্বাস্থ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • 23

বিজনেস আওয়ার প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিগত দি‌নে ক‌রোনা নিয়ন্ত্রণে বাংলা‌দেশ তার কর্মকাণ্ডের কার‌ণে বি‌শ্বের এক নম্বর দেশ। এর জন্য কৃ‌তি‌ত্বের দা‌বিদার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দে‌শের সর্বস্তরের জনগণ।’

সোমবার (২২ ন‌ভেম্বর) রাজধানীর হো‌টেল ইন্টার ক‌ন্টি‌নেন্টালে বাংলা‌দেশ মে‌ডি‌সিন সোসাইটি আ‌য়ো‌জিত কোভিড বিষয়ক সে‌মিনা‌রে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তিনি এসব কথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, কো‌ভি‌ডের সময় আমা‌দের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরলসভা‌বে মানু‌ষের সেবা ক‌রে গে‌ছেন। ২০০ ডাক্তার ‌কোভিডে মারা গে‌ছেন। অনেক স্বাস্থ্যকর্মী, সাংবা‌দিকসহ যারা মারা গে‌ছেন; সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।

তি‌নি ব‌লেন, কো‌ভিড কী জানতাম না আমরা। আলাদা কো‌নো বেড ছিল না, সেখা‌নে আমরা ১৮ হাজার বেড তৈ‌রি ক‌রে‌ছি। ১২০টি হাসপাতা‌লে সেন্ট্রাল অক্সিজে‌নের ব্যবস্থা ক‌রে‌ছি। ক‌য়েক হাজার বে‌ডের স‌ঙ্গে অক্সিজেন সং‌যোগ দি‌তে পে‌রে‌ছি। এক‌টি পি‌সিআর ল্যাব ছিল, বর্তমা‌নে সারা দে‌শে ৮০০ ল্যাব স্থাপিত হ‌য়ে‌ছে। এসবই সম্ভব হ‌য়ে‌ছে সরকার এবং সর্বস্ত‌রের মানু‌ষের সহ‌যো‌গিতায়।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে এক নম্বর : স্বাস্থ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিগত দি‌নে ক‌রোনা নিয়ন্ত্রণে বাংলা‌দেশ তার কর্মকাণ্ডের কার‌ণে বি‌শ্বের এক নম্বর দেশ। এর জন্য কৃ‌তি‌ত্বের দা‌বিদার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দে‌শের সর্বস্তরের জনগণ।’

সোমবার (২২ ন‌ভেম্বর) রাজধানীর হো‌টেল ইন্টার ক‌ন্টি‌নেন্টালে বাংলা‌দেশ মে‌ডি‌সিন সোসাইটি আ‌য়ো‌জিত কোভিড বিষয়ক সে‌মিনা‌রে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তিনি এসব কথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, কো‌ভি‌ডের সময় আমা‌দের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরলসভা‌বে মানু‌ষের সেবা ক‌রে গে‌ছেন। ২০০ ডাক্তার ‌কোভিডে মারা গে‌ছেন। অনেক স্বাস্থ্যকর্মী, সাংবা‌দিকসহ যারা মারা গে‌ছেন; সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।

তি‌নি ব‌লেন, কো‌ভিড কী জানতাম না আমরা। আলাদা কো‌নো বেড ছিল না, সেখা‌নে আমরা ১৮ হাজার বেড তৈ‌রি ক‌রে‌ছি। ১২০টি হাসপাতা‌লে সেন্ট্রাল অক্সিজে‌নের ব্যবস্থা ক‌রে‌ছি। ক‌য়েক হাজার বে‌ডের স‌ঙ্গে অক্সিজেন সং‌যোগ দি‌তে পে‌রে‌ছি। এক‌টি পি‌সিআর ল্যাব ছিল, বর্তমা‌নে সারা দে‌শে ৮০০ ল্যাব স্থাপিত হ‌য়ে‌ছে। এসবই সম্ভব হ‌য়ে‌ছে সরকার এবং সর্বস্ত‌রের মানু‌ষের সহ‌যো‌গিতায়।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: