ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ড্যানিশ ফুডসের ৩ কোটি ৪৬ লাখ টাকা ভ্যাট ফাঁকি

  • পোস্ট হয়েছে : ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: পারটেক্স গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ড্যানিশ ফুডসের ৩ কোটি ৪৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে ড্যানিশ ফুডস কর্তৃপক্ষ অপরিশোধিত ভ্যাটের অভিযোগ মেনে নিয়ে স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে ২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৪০৮ টাকা জমা দিয়ে বিষয়টি ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরকে জানায়।

ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক আলমগীর হুসেনের নেতৃত্বে একটি দল ২০১৭ সালের জুন মাস থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির ভ্যাট কার্যক্রম তদন্ত করে।

এ সময় ড্যানিশ ফুডসের দাখিলকৃত দলিল, মূসক পরিশোধ সংক্রান্ত ট্রেজারি চালান, দাখিলপত্র যাচাই করে মূসক আইনের বিদ্যমান বিধান, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও সাধারণ আদেশ অনুসরণ করে তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়।

বিজনেস আওয়ার/ ২৩ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ড্যানিশ ফুডসের ৩ কোটি ৪৬ লাখ টাকা ভ্যাট ফাঁকি

পোস্ট হয়েছে : ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: পারটেক্স গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ড্যানিশ ফুডসের ৩ কোটি ৪৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে ড্যানিশ ফুডস কর্তৃপক্ষ অপরিশোধিত ভ্যাটের অভিযোগ মেনে নিয়ে স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে ২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৪০৮ টাকা জমা দিয়ে বিষয়টি ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরকে জানায়।

ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক আলমগীর হুসেনের নেতৃত্বে একটি দল ২০১৭ সালের জুন মাস থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির ভ্যাট কার্যক্রম তদন্ত করে।

এ সময় ড্যানিশ ফুডসের দাখিলকৃত দলিল, মূসক পরিশোধ সংক্রান্ত ট্রেজারি চালান, দাখিলপত্র যাচাই করে মূসক আইনের বিদ্যমান বিধান, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও সাধারণ আদেশ অনুসরণ করে তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়।

বিজনেস আওয়ার/ ২৩ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: